ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পোল্যান্ডে বিপন্ন ভারতীয় গণ্ডার শাবকের জন্ম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১০৪ বার পড়া হয়েছে

বিস্ময় প্রতিবেদন:
পোল্যান্ডের ‘রোকলা চিরিখানায়’ গত সপ্তাহে ভারতীয় বিপন্ন প্রজাতির এক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। গণ্ডার মেয়ে শাবকটি জন্ম নিয়েছে গত ৬ জানুয়ারি। মা গণ্ডার মারুস্কার বয়স ৭ বছর, বাবা গণ্ডার মানাসের বয়স ১১ বছর। এ ব্যাপারে চিড়িয়াখানাটির সভাপতি রডোস্লা রাতাজসজাক অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, “মারুস্কা এই প্রথম মা হয়েও অনেক ভালোভাবে আচরণ করেছে। সে তার মেয়ের খেয়াল রেখেছে, তার মেয়ের চেকআপের সুযোগ আমাদের দিয়েছে, ২ টনের বেশি ওজন হবার পরেও কিনা সে অনেক বেশি নাজুক ছিল। যেমন, মারুস্কা শোবার সময় যেন তার ছোট মেয়েকে কুচলে না দেয় সেদিকে নজর রাখতো, এমনকি আলতো করে তাকে এক পাশে সরিয়ে দিতো”। ভারতীয় গণ্ডারের এ প্রজাতিটি বিলুপ্তির খুব কাছে ছিল কিন্তু ১৯৭০ সালে চালু হওয়া একটি সুরক্ষা প্রোগ্রামের মাধ্যমে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০টি গণ্ডার রয়েছে, যাদের মধ্যে ১৭০টি রয়েছে পৃথিবীর ৬৬টি চিড়িয়াখানায়। চিড়িয়াখানা থেকে জানা যায়, চিড়িয়াখানাটির ১৫৫ বছরের ইতিহাসে এটাই প্রথম ভারতীয় বিলুপ্ত এ গণ্ডারের জন্ম। চিড়িয়াখানাটি দুর্লভ এ প্রজাতিটিকে সংরক্ষণে যথেষ্ট কাজ করে যাচ্ছে এবং তারা ইতিবাচক ফল পেতেই আশাবাদী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পোল্যান্ডে বিপন্ন ভারতীয় গণ্ডার শাবকের জন্ম

আপলোড টাইম : ০৮:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

বিস্ময় প্রতিবেদন:
পোল্যান্ডের ‘রোকলা চিরিখানায়’ গত সপ্তাহে ভারতীয় বিপন্ন প্রজাতির এক গণ্ডার শাবকের জন্ম হয়েছে। গণ্ডার মেয়ে শাবকটি জন্ম নিয়েছে গত ৬ জানুয়ারি। মা গণ্ডার মারুস্কার বয়স ৭ বছর, বাবা গণ্ডার মানাসের বয়স ১১ বছর। এ ব্যাপারে চিড়িয়াখানাটির সভাপতি রডোস্লা রাতাজসজাক অ্যাসোসিয়েট প্রেসকে বলেন, “মারুস্কা এই প্রথম মা হয়েও অনেক ভালোভাবে আচরণ করেছে। সে তার মেয়ের খেয়াল রেখেছে, তার মেয়ের চেকআপের সুযোগ আমাদের দিয়েছে, ২ টনের বেশি ওজন হবার পরেও কিনা সে অনেক বেশি নাজুক ছিল। যেমন, মারুস্কা শোবার সময় যেন তার ছোট মেয়েকে কুচলে না দেয় সেদিকে নজর রাখতো, এমনকি আলতো করে তাকে এক পাশে সরিয়ে দিতো”। ভারতীয় গণ্ডারের এ প্রজাতিটি বিলুপ্তির খুব কাছে ছিল কিন্তু ১৯৭০ সালে চালু হওয়া একটি সুরক্ষা প্রোগ্রামের মাধ্যমে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০টি গণ্ডার রয়েছে, যাদের মধ্যে ১৭০টি রয়েছে পৃথিবীর ৬৬টি চিড়িয়াখানায়। চিড়িয়াখানা থেকে জানা যায়, চিড়িয়াখানাটির ১৫৫ বছরের ইতিহাসে এটাই প্রথম ভারতীয় বিলুপ্ত এ গণ্ডারের জন্ম। চিড়িয়াখানাটি দুর্লভ এ প্রজাতিটিকে সংরক্ষণে যথেষ্ট কাজ করে যাচ্ছে এবং তারা ইতিবাচক ফল পেতেই আশাবাদী।