ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পৃথক স্থানে ছাদ থেকে পড়ে শিশুসহ দুজন আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • / ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে ছাদ থেকে পড়ে শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাজাপুর ও আলমডাঙ্গা উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের রিপন আলীর মেয়ে অথৈ (৯) ও আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের  গোপীনগর গ্রামের নাজমুল ইসলমের স্ত্রী নারগিছ খাতুন (৩০)।

পারিবারিক সূত্রে যায়, ‘গতকাল সকালে বাড়ির ছাদে খেলা করছিল শিশু অথৈ। এরই একপর্যায়ে অসর্তকতাবশত অথৈ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, সকালে সাংসারিক কাজের জন্য বাড়ির ছাদে ওঠেন নারগিছ। কাজ করার একপর্যায়ে ছাদের ধারে চলে গেলে তিনিও মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ছাদ থেকে পড়ে শিশুসহ গুরুতর আহত অবস্থায় পৃথক সময় তিনজন জরুরি বিভাগে আসে। তাদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। আহতদের মধ্যে শিশুটির অবস্থা শঙ্কাজনক। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পৃথক স্থানে ছাদ থেকে পড়ে শিশুসহ দুজন আহত

আপলোড টাইম : ০৪:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে ছাদ থেকে পড়ে শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাজাপুর ও আলমডাঙ্গা উপজেলার গোপীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের রিপন আলীর মেয়ে অথৈ (৯) ও আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের  গোপীনগর গ্রামের নাজমুল ইসলমের স্ত্রী নারগিছ খাতুন (৩০)।

পারিবারিক সূত্রে যায়, ‘গতকাল সকালে বাড়ির ছাদে খেলা করছিল শিশু অথৈ। এরই একপর্যায়ে অসর্তকতাবশত অথৈ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, সকালে সাংসারিক কাজের জন্য বাড়ির ছাদে ওঠেন নারগিছ। কাজ করার একপর্যায়ে ছাদের ধারে চলে গেলে তিনিও মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ছাদ থেকে পড়ে শিশুসহ গুরুতর আহত অবস্থায় পৃথক সময় তিনজন জরুরি বিভাগে আসে। তাদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। আহতদের মধ্যে শিশুটির অবস্থা শঙ্কাজনক। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পারে।