ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ; আটক ১৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • / ৬৩১ বার পড়া হয়েছে

দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়ার ফেরার পথে

সমীকরণ ডেস্ক: রাজধানীতে একটি মামলায় হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফেরার সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপির উত্তেজিত কর্মী-সমর্থকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পুলিশ এ সময় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে। মঙ্গলবার পুরান ঢাকায় দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তার হাজিরাকে কেন্দ্র করে বিএনপির কয়েকশ নেতাকর্মী নাজিমউদ্দিন সড়কের আদালত এলাকায় জড়ো হয়েছিল।
দুপুর ৩টার দিকে হাইকোর্ট ক্রসিংয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে তা গুলিস্তানের বঙ্গবাজার পর্যন্ত ছড়ায়। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশের ওপর ইট-পাটকেলও নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে বঙ্গবাজারের সামনে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় বিএনপি কর্মীরা। এ সময় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আদালত থেকে খালেদা জিয়ার ফেরার সময় সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা। সড়ক থেকে অবস্থান সরিয়ে নেয়ার কথা বললে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোঁড়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে। হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলামের প্রটেকশনের গাড়িও ভাঙচুর হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থল থেকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, ঢাকার ৩১ ন¤॥^র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলামহ ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে এ সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ৪ জন সাংবাদিক পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ’র পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হাইকোর্টের সামনে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মাহমুদা ডলি ও সংগঠনের স্থায়ী সদস্য রাশেদুল হকসহ ৪ সাংবাদিক পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার রিপোর্ট সংগ্রহের দায়িত্বে ছিলেন। এ সময় পুলিশ তাদের দায়িত্ব পালন অবস্থায় টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলে। সেখানে অবস্থানরত অন্যান্য সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ তাদের ছেড়ে দেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ; আটক ১৫

আপলোড টাইম : ১০:১৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

দুর্নীতির দুই মামলায় আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়ার ফেরার পথে

সমীকরণ ডেস্ক: রাজধানীতে একটি মামলায় হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ফেরার সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপির উত্তেজিত কর্মী-সমর্থকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পুলিশ এ সময় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে। মঙ্গলবার পুরান ঢাকায় দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তার হাজিরাকে কেন্দ্র করে বিএনপির কয়েকশ নেতাকর্মী নাজিমউদ্দিন সড়কের আদালত এলাকায় জড়ো হয়েছিল।
দুপুর ৩টার দিকে হাইকোর্ট ক্রসিংয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে তা গুলিস্তানের বঙ্গবাজার পর্যন্ত ছড়ায়। এ সময় সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশের ওপর ইট-পাটকেলও নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে বঙ্গবাজারের সামনে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয় বিএনপি কর্মীরা। এ সময় বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আদালত থেকে খালেদা জিয়ার ফেরার সময় সড়কে অবস্থান নেয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা। সড়ক থেকে অবস্থান সরিয়ে নেয়ার কথা বললে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোঁড়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে। হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলামের প্রটেকশনের গাড়িও ভাঙচুর হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ঘটনাস্থল থেকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, ঢাকার ৩১ ন¤॥^র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলামহ ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে এ সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে ৪ জন সাংবাদিক পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ’র পক্ষ থেকে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হাইকোর্টের সামনে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মাহমুদা ডলি ও সংগঠনের স্থায়ী সদস্য রাশেদুল হকসহ ৪ সাংবাদিক পুলিশি নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার রিপোর্ট সংগ্রহের দায়িত্বে ছিলেন। এ সময় পুলিশ তাদের দায়িত্ব পালন অবস্থায় টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলে। সেখানে অবস্থানরত অন্যান্য সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ তাদের ছেড়ে দেয়।