ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলায় দুই যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।
আটককৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার।
তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে ৪-৫টি করে ভুয়া ফেসবুক আইডি ও ৪-৫টি করে ই-মেইল আইডি চালায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলায় দুই যুবক আটক

আপলোড টাইম : ০৮:৩৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামের দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।
আটককৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার।
তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। তারা প্রত্যেকে ৪-৫টি করে ভুয়া ফেসবুক আইডি ও ৪-৫টি করে ই-মেইল আইডি চালায়।