ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পুকুর মিলল প্রতিবন্ধী শিশুর লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • / ১৩৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আবুল বাশার (১১) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত প্রতিবন্ধী শিশু দামুড়হুদা উপজেলা শহরের খানপাড়ার আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, বাকপ্রতিবন্ধী শিশু বাশার গত বুধবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেনি। তাঁকে দিনভর মহল্লার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। তারপরও কোনো হদিস মেলেনি তাঁর। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী জনৈক যুবক পার্শ্ববর্তী আব্দুল আলিমের পুকুরে গোসল করতে গিয়ে তাঁর লাশ পানিতে ভাসতে দেখেন। খবর দেওয়া হয় নিহত শিশুর বাড়িতে। খবর পেয়ে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। বেলা তিনটার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নিহত শিশুর লাশের জানাজার নামাজ শেষে ব্র্যাক মোড়স্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুকুর মিলল প্রতিবন্ধী শিশুর লাশ!

আপলোড টাইম : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় আবুল বাশার (১১) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত প্রতিবন্ধী শিশু দামুড়হুদা উপজেলা শহরের খানপাড়ার আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, বাকপ্রতিবন্ধী শিশু বাশার গত বুধবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেনি। তাঁকে দিনভর মহল্লার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। তারপরও কোনো হদিস মেলেনি তাঁর। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী জনৈক যুবক পার্শ্ববর্তী আব্দুল আলিমের পুকুরে গোসল করতে গিয়ে তাঁর লাশ পানিতে ভাসতে দেখেন। খবর দেওয়া হয় নিহত শিশুর বাড়িতে। খবর পেয়ে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। বেলা তিনটার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নিহত শিশুর লাশের জানাজার নামাজ শেষে ব্র্যাক মোড়স্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।