ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাপিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁইয়া মামলার বাদী সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেছেন। পরে বাদীকে আসামিদের পক্ষে জেরা করার জন্য ১৬ অক্টোবর দিন ঠিক করেছেন বিচারক। এর আগে ২১ আগস্ট একই আদালত পাপিয়া-সুমন দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে পাপিয়া, সুমন, সাব্বির ও তৈয়বা কারাগারে রয়েছেন এবং চার্জশিটে জোবায়ের আলমকে পলাতক দেখানো হয়েছে। গত বছর ১০ অক্টোবর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. ইব্রাহিম হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ২১ মার্চ মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলাটি করেন সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া, তার স্বামী ও তাদের ২ সহযোগীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাপিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

আপলোড টাইম : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁইয়া মামলার বাদী সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেছেন। পরে বাদীকে আসামিদের পক্ষে জেরা করার জন্য ১৬ অক্টোবর দিন ঠিক করেছেন বিচারক। এর আগে ২১ আগস্ট একই আদালত পাপিয়া-সুমন দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে পাপিয়া, সুমন, সাব্বির ও তৈয়বা কারাগারে রয়েছেন এবং চার্জশিটে জোবায়ের আলমকে পলাতক দেখানো হয়েছে। গত বছর ১০ অক্টোবর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. ইব্রাহিম হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ২১ মার্চ মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলাটি করেন সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া, তার স্বামী ও তাদের ২ সহযোগীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।