ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পান্ডিয়ার ইনজুরি নিয়ে ভয়ের কিছু নেই: বিসিসিআই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপে গত রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হঠাৎ ইনজুরিতে পড়েন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তাই পান্ডিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিলো ভারত। তবে সামাাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পান্ডিয়া ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানায়, ‘পান্ডিয়া লোয়ার ব্যাক ইনজুরিতে পড়েছেন। তবে এই মূর্হুতে তিনি দাঁড়াতে পারছেন এবং চিকিৎসক দল তার বর্তমান অবস্থা জানিয়েছে। তাকে আরও পর্যবেক্ষণ করা হবে।’ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি শেষ করেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন পান্ডিয়া। এরপর তাকে কিছুক্ষণ মাঠে পরিচর্যা করা হয়। শ্বাস-প্রশ্বাস নিতে পারলেও, নড়াচড়া করতে পারছিলেন না তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইয়ে নিয়ে যাওয়া হয় পান্ডিয়াকে। ড্রেসিংরুমে নিবিড় পরিচর্যার পর উঠে দাঁড়ান পান্ডিয়া। তবে এখনও ম্যাচ খেলার জন্য ফিট নন তিনি। তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে। বাসস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পান্ডিয়ার ইনজুরি নিয়ে ভয়ের কিছু নেই: বিসিসিআই

আপলোড টাইম : ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: এশিয়া কাপে গত রাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হঠাৎ ইনজুরিতে পড়েন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। তাই পান্ডিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিলো ভারত। তবে সামাাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পান্ডিয়া ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা জানায়, ‘পান্ডিয়া লোয়ার ব্যাক ইনজুরিতে পড়েছেন। তবে এই মূর্হুতে তিনি দাঁড়াতে পারছেন এবং চিকিৎসক দল তার বর্তমান অবস্থা জানিয়েছে। তাকে আরও পর্যবেক্ষণ করা হবে।’ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি শেষ করেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন পান্ডিয়া। এরপর তাকে কিছুক্ষণ মাঠে পরিচর্যা করা হয়। শ্বাস-প্রশ্বাস নিতে পারলেও, নড়াচড়া করতে পারছিলেন না তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইয়ে নিয়ে যাওয়া হয় পান্ডিয়াকে। ড্রেসিংরুমে নিবিড় পরিচর্যার পর উঠে দাঁড়ান পান্ডিয়া। তবে এখনও ম্যাচ খেলার জন্য ফিট নন তিনি। তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে। বাসস।