ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাথর বিক্রি করেই একরাতে কোটিপতি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / ৬০২ বার পড়া হয়েছে

বিষ্ময় প্রতিবেদন:
মাত্র দুটি পাথরই বদলে দিয়েছে জীবন। তাও আবার একরাতেই। ঘটনাটি ঘটেছে তানজানিয়ায়। ৫২ বছর বয়সী দেশটির ক্ষুদ্র খনি ব্যবসায়ী সানিনিউ কুরিয়ান লাইজার এই দুটি পাথরের সন্ধান পান। তিনি আবার ৩০-এর বেশি সন্তানের বাবা। পড়াশোনা করতে পারেননি এই ব্যবসায়ী। তাই নেমে পড়েন খনি ব্যবসায়ে। তানজানিয়ার সবচেয়ে মূল্যবান এই দুটি পাথর। নাম তানজানাইট। এগুলো সরকারের কাছে বিক্রি করার পর কোটিপতি হয়েছেন এই ব্যবসায়ী। দেশটির উত্তরাঞ্চলে মানায়ারা পাহাড়ে এই পাথরের সন্ধান পান লাইজার। এর একটির ওজন ৯.২৭ কেজি। আরেকটির ওজন ৫ কেজির মতো। বুধবার পাথর দুটি ৭.৭ বিলিয়ন তানজানিয়ান সিলিংয়ে বিক্রি করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ কোটি টাকা। পাথর দুটি কিনেছে দেশটির রত্নপাথর সংক্রান্ত মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত সানিনিউ লাইজার। তিনি বলেন, ‘সৃষ্ঠিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই পাথর আমার জন্য সম্মান নিয়ে এসেছে। আমি শিক্ষিত নই, তাই এই টাকায় বাড়ির পাশে একটি স্কুল নির্মাণ করতে চাই। পাশাপাশি একটি শপিংমল করার পরিকল্পনা রয়েছে আমার।’ সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় তানজানাইট নামের এই পাথর। কালো, বেগুনী ও নীল রঙের এই পাথর পৃথিবীর বিরল রত্নের একটি। যা আগামী ২০ বছরের মধ্যে বিলুপ্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাথর বিক্রি করেই একরাতে কোটিপতি!

আপলোড টাইম : ০৮:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

বিষ্ময় প্রতিবেদন:
মাত্র দুটি পাথরই বদলে দিয়েছে জীবন। তাও আবার একরাতেই। ঘটনাটি ঘটেছে তানজানিয়ায়। ৫২ বছর বয়সী দেশটির ক্ষুদ্র খনি ব্যবসায়ী সানিনিউ কুরিয়ান লাইজার এই দুটি পাথরের সন্ধান পান। তিনি আবার ৩০-এর বেশি সন্তানের বাবা। পড়াশোনা করতে পারেননি এই ব্যবসায়ী। তাই নেমে পড়েন খনি ব্যবসায়ে। তানজানিয়ার সবচেয়ে মূল্যবান এই দুটি পাথর। নাম তানজানাইট। এগুলো সরকারের কাছে বিক্রি করার পর কোটিপতি হয়েছেন এই ব্যবসায়ী। দেশটির উত্তরাঞ্চলে মানায়ারা পাহাড়ে এই পাথরের সন্ধান পান লাইজার। এর একটির ওজন ৯.২৭ কেজি। আরেকটির ওজন ৫ কেজির মতো। বুধবার পাথর দুটি ৭.৭ বিলিয়ন তানজানিয়ান সিলিংয়ে বিক্রি করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ কোটি টাকা। পাথর দুটি কিনেছে দেশটির রত্নপাথর সংক্রান্ত মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাসিত সানিনিউ লাইজার। তিনি বলেন, ‘সৃষ্ঠিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই পাথর আমার জন্য সম্মান নিয়ে এসেছে। আমি শিক্ষিত নই, তাই এই টাকায় বাড়ির পাশে একটি স্কুল নির্মাণ করতে চাই। পাশাপাশি একটি শপিংমল করার পরিকল্পনা রয়েছে আমার।’ সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় তানজানাইট নামের এই পাথর। কালো, বেগুনী ও নীল রঙের এই পাথর পৃথিবীর বিরল রত্নের একটি। যা আগামী ২০ বছরের মধ্যে বিলুপ্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।