ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পাক ঘূর্ণিতে প্রোটিয়াদের বড় হার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ৮৬ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
দীর্ঘ প্রতিক্ষার সিরিজে শুভসূচনা করল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের বড় জয়। দুই ইনিংসেই পাকিস্তানি স্পিনারদের কাছে কাবু হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। গতকাল শুক্রবার দিন শুরু করে ৫৮ রান করতেই শেষ ৬ উইকেট হারায় প্রোটিয়ারা। অর্থাৎ তাদের শেষ ৭০ রান এসেছে ৯ উইকেটের বিনিময়ে। ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয়দিন শেষ করা দ.আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। আর তাতে মাত্র ৮৮ রানের লিড পায় সফরকারী দল। এর আগে প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২২০ রান। এই রানের লক্ষ্যে বিনা উইকেটে ২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। ফেরার পরপরই ওপেনার আবিদ আলীকে (১০) বোল্ড করেন এনরিখ নর্তশে। এরপর আরেক ওপেনার ইমরান বাটকে (১২) নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। তারপর জয়ের বাকি কাজটা সারেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। দু’জনে গড়েন ৬৩ রানের জুটি। জয় থেকে ৩ রান দূরে থাকতে বাবরকে (৩০) ফেরান কেশব মহারাজ। তবে তাতেও কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। ৩ উইকেটে ৯০ রান তুলে দ.আফ্রিকাকে বড় হার উপহার দেয় পাকিস্তান। ৩১ রানে আজহার ও ৪ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান। গত বছরের ফ্রেব্রুয়ারির পর এবারই প্রথম টেস্ট জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে মিসবাহ-উল-হকের দল। সিরিজের দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাক ঘূর্ণিতে প্রোটিয়াদের বড় হার

আপলোড টাইম : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

খেলাধুলা প্রতিবেদন:
দীর্ঘ প্রতিক্ষার সিরিজে শুভসূচনা করল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের বড় জয়। দুই ইনিংসেই পাকিস্তানি স্পিনারদের কাছে কাবু হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। গতকাল শুক্রবার দিন শুরু করে ৫৮ রান করতেই শেষ ৬ উইকেট হারায় প্রোটিয়ারা। অর্থাৎ তাদের শেষ ৭০ রান এসেছে ৯ উইকেটের বিনিময়ে। ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয়দিন শেষ করা দ.আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। আর তাতে মাত্র ৮৮ রানের লিড পায় সফরকারী দল। এর আগে প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২২০ রান। এই রানের লক্ষ্যে বিনা উইকেটে ২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। ফেরার পরপরই ওপেনার আবিদ আলীকে (১০) বোল্ড করেন এনরিখ নর্তশে। এরপর আরেক ওপেনার ইমরান বাটকে (১২) নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। তারপর জয়ের বাকি কাজটা সারেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। দু’জনে গড়েন ৬৩ রানের জুটি। জয় থেকে ৩ রান দূরে থাকতে বাবরকে (৩০) ফেরান কেশব মহারাজ। তবে তাতেও কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। ৩ উইকেটে ৯০ রান তুলে দ.আফ্রিকাকে বড় হার উপহার দেয় পাকিস্তান। ৩১ রানে আজহার ও ৪ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান। গত বছরের ফ্রেব্রুয়ারির পর এবারই প্রথম টেস্ট জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে মিসবাহ-উল-হকের দল। সিরিজের দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হয়।