ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পহেলা জুলাইয়ের আগে কোনো ক্রিকেট নয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
  • / ১৭৩ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ১ জুলাই পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে ২৮ মে পর্যন্ত ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি। ফলে পেশাদার ক্রিকেটের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আরও একমাসেরও বেশি সময়। এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘কোভিড-১৯ মহামারির কারণে অন্তত ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে কোনো পেশাদার ক্রিকেট হবে না, আজ ইসিবি এ ব্যাপারে সম্মতি দিয়েছে।’ প্রথম শ্রেণির কাউন্টি, মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে আলোচনার পর তাদের মৌসুম দেরিতে শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিবি। আপাতত ক্রিকেট মৌসুম শুরু নিয়ে সিদ্ধান্ত যেতে চাইছে না ইসিবি। বারবার তারিখ পেছানোয় নতুন কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। তবে এবারও ইসিবি জানিয়েছে, পরিস্থিত নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সময়ে মাঠে খেলা চালু করবে। যে চারটি বিষয়ে ইসিবি গুরুত্ব দেখিয়েছে সেগুলো হল-
১) পেশাদার ক্রিকেট ১ জুলাইয়ের আগে নয়।
২) কাউন্টি চ্যাম্পিয়নশিপের নয় রাউন্ডের ফিক্সচার ক্ষতির মুখোমুুখি হবে। তবে লাল বল ও সাদা বলের ক্রিকেটের জন্য নতুন সূচি তৈরি করা হবে।
৩) ভিটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট মৌসুম শেষে নিয়ে যাওয়া হবে। তবে সুযোগ থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
৪) স্থগিত হওয়া আন্তর্জাতিক সিরিজগুলো জুলাই থেকে সেপ্টেম্বরের ভেতরে আয়োজনের চেষ্টা করা হবে।
তবে হানড্রেড বল টুর্নামেন্ট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা। আগামী বুধবার ইসিবির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পহেলা জুলাইয়ের আগে কোনো ক্রিকেট নয়

আপলোড টাইম : ১১:৪৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

খেলাধুলা ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ১ জুলাই পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে ২৮ মে পর্যন্ত ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি। ফলে পেশাদার ক্রিকেটের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আরও একমাসেরও বেশি সময়। এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘কোভিড-১৯ মহামারির কারণে অন্তত ১ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে কোনো পেশাদার ক্রিকেট হবে না, আজ ইসিবি এ ব্যাপারে সম্মতি দিয়েছে।’ প্রথম শ্রেণির কাউন্টি, মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে আলোচনার পর তাদের মৌসুম দেরিতে শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিবি। আপাতত ক্রিকেট মৌসুম শুরু নিয়ে সিদ্ধান্ত যেতে চাইছে না ইসিবি। বারবার তারিখ পেছানোয় নতুন কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। তবে এবারও ইসিবি জানিয়েছে, পরিস্থিত নিয়ন্ত্রণে আসার পর দ্রুত সময়ে মাঠে খেলা চালু করবে। যে চারটি বিষয়ে ইসিবি গুরুত্ব দেখিয়েছে সেগুলো হল-
১) পেশাদার ক্রিকেট ১ জুলাইয়ের আগে নয়।
২) কাউন্টি চ্যাম্পিয়নশিপের নয় রাউন্ডের ফিক্সচার ক্ষতির মুখোমুুখি হবে। তবে লাল বল ও সাদা বলের ক্রিকেটের জন্য নতুন সূচি তৈরি করা হবে।
৩) ভিটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট মৌসুম শেষে নিয়ে যাওয়া হবে। তবে সুযোগ থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
৪) স্থগিত হওয়া আন্তর্জাতিক সিরিজগুলো জুলাই থেকে সেপ্টেম্বরের ভেতরে আয়োজনের চেষ্টা করা হবে।
তবে হানড্রেড বল টুর্নামেন্ট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা। আগামী বুধবার ইসিবির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।