ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পরকালে মুক্তির জন্য প্রয়োজন নেক আমল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৭৩ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ আর জিন জাতিকে পরকালের বিচার দিবসে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াটা হলো পরকালের ক্ষেতস্বরূপ। দুনিয়া থেকে যারা নেক আমলের ফসল নিয়ে হাশরের ময়দানে হাজির হতে পারবে, তারাই নাজাত ও মুক্তি পাবে। বংশের গৌরব আর সম্পদের গরিমা দুনিয়াতে কাজে লাগলেও, পরকালে এসব দিয়ে পার পাওয়া যাবে না। এমনকি নবী বংশের লোক হওয়া, আল্লাহর ঘর তৈরি করা ও তার সেবক হওয়াও পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয় বরং সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করা ও তার বিধান মেনে চলা এবং তা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোই হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পূর্বশর্ত। আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেই পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা কি হাজীদের জন্য পানি সরবরাহ করা ও মসজিদে হারামের আবাদ করাকে সেই ব্যক্তির সমান মনে কর, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর ওপর ও শেষ দিবসের ওপর এবং আল্লাহর পথে জিহাদ করেছে? তারা আল্লাহর কাছে সমান নয়। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হেদায়েত করেন না। যারা ইমান এনেছে ও হিজরত করেছে এবং জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের উচ্চ মর্যাদা রয়েছে। আর তারাই হলো সফলকাম।’ (সূরা তাওবা: আয়াত ১৯-২০)। পৃথিবীর প্রাণকেন্দ্র এবং পবিত্রতম স্থান কাবাঘর ও মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পুরো আরববিশ্বে মহাসম্মানিত এবং ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তির অধিকারী কুরাইশ নেতার ঘরে জš§গ্রহণকারী বিশ্বনবী মুহম্মদ (সা.)-কে তার বংশের লোকেরা নবী হিসেবে মেনে নেয়নি। কারণ তারা এর মধ্যে তাদের পার্থিব স্বার্থের ক্ষতি বুঝতে পেরেছিল। আর তারা পরকালের চেয়ে ইহকালকে অগ্রাধিকার দিয়েছিল। ফলে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়েও তারা মুমিন হতে পারেনি। যেমন আল্লাহ বলেন, ‘লোকদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহর ওপর এবং শেষ দিবসের ওপর ইমান এনেছি অথচ তারা মুমিন নয়।’ (সূরা বাকারা: আয়াত ৮)। তাই পরকালে মুক্তি পেতে হলে ইহকালে অর্জিত নেক আমলের পুঁজি নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পরকালে মুক্তির জন্য প্রয়োজন নেক আমল

আপলোড টাইম : ০২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭

ধর্ম ডেস্ক: প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ আর জিন জাতিকে পরকালের বিচার দিবসে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়াটা হলো পরকালের ক্ষেতস্বরূপ। দুনিয়া থেকে যারা নেক আমলের ফসল নিয়ে হাশরের ময়দানে হাজির হতে পারবে, তারাই নাজাত ও মুক্তি পাবে। বংশের গৌরব আর সম্পদের গরিমা দুনিয়াতে কাজে লাগলেও, পরকালে এসব দিয়ে পার পাওয়া যাবে না। এমনকি নবী বংশের লোক হওয়া, আল্লাহর ঘর তৈরি করা ও তার সেবক হওয়াও পরকালীন মুক্তির জন্য যথেষ্ট নয় বরং সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করা ও তার বিধান মেনে চলা এবং তা প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোই হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পূর্বশর্ত। আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেই পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা কি হাজীদের জন্য পানি সরবরাহ করা ও মসজিদে হারামের আবাদ করাকে সেই ব্যক্তির সমান মনে কর, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর ওপর ও শেষ দিবসের ওপর এবং আল্লাহর পথে জিহাদ করেছে? তারা আল্লাহর কাছে সমান নয়। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হেদায়েত করেন না। যারা ইমান এনেছে ও হিজরত করেছে এবং জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের উচ্চ মর্যাদা রয়েছে। আর তারাই হলো সফলকাম।’ (সূরা তাওবা: আয়াত ১৯-২০)। পৃথিবীর প্রাণকেন্দ্র এবং পবিত্রতম স্থান কাবাঘর ও মসজিদে হারামের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পুরো আরববিশ্বে মহাসম্মানিত এবং ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব-প্রতিপত্তির অধিকারী কুরাইশ নেতার ঘরে জš§গ্রহণকারী বিশ্বনবী মুহম্মদ (সা.)-কে তার বংশের লোকেরা নবী হিসেবে মেনে নেয়নি। কারণ তারা এর মধ্যে তাদের পার্থিব স্বার্থের ক্ষতি বুঝতে পেরেছিল। আর তারা পরকালের চেয়ে ইহকালকে অগ্রাধিকার দিয়েছিল। ফলে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়েও তারা মুমিন হতে পারেনি। যেমন আল্লাহ বলেন, ‘লোকদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহর ওপর এবং শেষ দিবসের ওপর ইমান এনেছি অথচ তারা মুমিন নয়।’ (সূরা বাকারা: আয়াত ৮)। তাই পরকালে মুক্তি পেতে হলে ইহকালে অর্জিত নেক আমলের পুঁজি নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।