ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / ৩১৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: টুর্নামেন্টের শুরুটা হয়েছিল পাকিস্তানকে উড়িয়ে দিয়ে। আর শেষটা হল নেপালকে ১-০ গোল দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতল বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল (রবিবার) সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল। বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য এক পর এক প্রচেষ্টা চালায় লাল সবুজের মেয়েরা। ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপলোড টাইম : ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮

খেলাধুলা ডেস্ক: টুর্নামেন্টের শুরুটা হয়েছিল পাকিস্তানকে উড়িয়ে দিয়ে। আর শেষটা হল নেপালকে ১-০ গোল দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতল বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল (রবিবার) সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল। বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য এক পর এক প্রচেষ্টা চালায় লাল সবুজের মেয়েরা। ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।