ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেই বাউল, আছে একতারা : সেটাও দখল!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • / ৩৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজারের অদূরে বহালগাছী গ্রামের একজন বিশিষ্ঠ বাউল সাধক ছিলেন। তাম তাঁর দরবেশ হেদায়েত শাঈজী। তিনি বিটিভি এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রসহ ভারতীয় চ্যানেল দূরদর্শনের তালিকাভুক্ত বাউল শিল্পী । ছবিতে একতারা হাতের মানুষটিই সাধক হেদায়েত আলী শাহ। একতারাটি ছিল তার কলিজার টুকরার মতো। জীবদ্দশায় অনেকবার বেহাত হওয়ার পর মানসিক আহত হয়েছিলেন তিনি। ২০১০ সালের ২০ জুন এ সাধক দেহত্যাগের পর পরম যতেœ একতারাটি আগলে রেখেছিলেন তার ভাগ্নে ও প্রধান ভক্ত আজিম উদ্দিন মৃধা। বহালগাছী গেলে মরমী সাধকের স্মৃতি চিহ্ন চোখে পড়ে। কিন্তু তার সবচাইতে প্রিয় জিনিসটির শেষ রক্ষা আর হলো না। গত ৯ জানুয়ারী রাতে ওই গ্রামের দুঃসম্পর্কের এক আত্মীয় একতারাটি দখলে নেয়। যিনি নিজেকে হেদায়েত শাঈজীর ভাগ্নে দাবী করে আখড়া বাড়ির নিয়মিত মাসিক অনুষ্ঠানে সাঈজীর অসংখ্যা ভক্তের মাঝ থেকে জোরপূর্বক একতারাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় সাঈজীর ভক্তসহ এলাকাবাসী দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নেই বাউল, আছে একতারা : সেটাও দখল!

আপলোড টাইম : ১০:১৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বাজারের অদূরে বহালগাছী গ্রামের একজন বিশিষ্ঠ বাউল সাধক ছিলেন। তাম তাঁর দরবেশ হেদায়েত শাঈজী। তিনি বিটিভি এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রসহ ভারতীয় চ্যানেল দূরদর্শনের তালিকাভুক্ত বাউল শিল্পী । ছবিতে একতারা হাতের মানুষটিই সাধক হেদায়েত আলী শাহ। একতারাটি ছিল তার কলিজার টুকরার মতো। জীবদ্দশায় অনেকবার বেহাত হওয়ার পর মানসিক আহত হয়েছিলেন তিনি। ২০১০ সালের ২০ জুন এ সাধক দেহত্যাগের পর পরম যতেœ একতারাটি আগলে রেখেছিলেন তার ভাগ্নে ও প্রধান ভক্ত আজিম উদ্দিন মৃধা। বহালগাছী গেলে মরমী সাধকের স্মৃতি চিহ্ন চোখে পড়ে। কিন্তু তার সবচাইতে প্রিয় জিনিসটির শেষ রক্ষা আর হলো না। গত ৯ জানুয়ারী রাতে ওই গ্রামের দুঃসম্পর্কের এক আত্মীয় একতারাটি দখলে নেয়। যিনি নিজেকে হেদায়েত শাঈজীর ভাগ্নে দাবী করে আখড়া বাড়ির নিয়মিত মাসিক অনুষ্ঠানে সাঈজীর অসংখ্যা ভক্তের মাঝ থেকে জোরপূর্বক একতারাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় সাঈজীর ভক্তসহ এলাকাবাসী দুঃখ প্রকাশ করেছেন।