ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিহত ১৯ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, ইউএস বাংলা-২১১ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে বাংলাদেশের ১৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন সেগুলো শনাক্ত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার সব চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সব মরদেহ দেশে আনা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। উড়োজাহাজ বিধ্বস্তের তদন্তে কেমন সময় লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিমান দুর্ঘটনার ঘটনাপ্রবাহ বিচারে নেপাল ট্র্যাজেডি তদন্তে এক থেকে দেড় বছরও সময় লেগে যেতে পারে। এছাড়া আইকার (আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) নিয়ম অনুযায়ী এটাই তদন্তের নিয়ম। তদন্তের বিষয়ে নাইম হাসান আরও বলেন, এ ঘটনার তদন্ত নেপাল করবে। আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এ প্রক্রিয়া চলামান থাকবে। সিভিল এভিয়েশনের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান ও পরিচালক (ফ্লাইট সেফটি) চৌধুরী জিয়াউল কবির এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিহত ১৯ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন

আপলোড টাইম : ০৮:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

সমীকরণ ডেস্ক: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, ইউএস বাংলা-২১১ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে বাংলাদেশের ১৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন সেগুলো শনাক্ত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার সব চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সব মরদেহ দেশে আনা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। উড়োজাহাজ বিধ্বস্তের তদন্তে কেমন সময় লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিমান দুর্ঘটনার ঘটনাপ্রবাহ বিচারে নেপাল ট্র্যাজেডি তদন্তে এক থেকে দেড় বছরও সময় লেগে যেতে পারে। এছাড়া আইকার (আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) নিয়ম অনুযায়ী এটাই তদন্তের নিয়ম। তদন্তের বিষয়ে নাইম হাসান আরও বলেন, এ ঘটনার তদন্ত নেপাল করবে। আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এ প্রক্রিয়া চলামান থাকবে। সিভিল এভিয়েশনের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান ও পরিচালক (ফ্লাইট সেফটি) চৌধুরী জিয়াউল কবির এ সময় উপস্থিত ছিলেন।