ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নির্বাচন প্রশ্নে কী ভাবছেন খালেদা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যালটের রাজনীতি শুরু হয়ে গেছে। যদিও তা একতরফা। আওয়ামী লীগ ইতিমধ্যে ভোট চেয়ে জনগণের দুয়ারে যাওয়া শুরু করেছে। অন্যদিকে, এখনো ভোটের মাঠে দেখা মেলেনি বিএনপির। দলটি কি আগামী নির্বাচনে অংশ নেবে- সে প্রশ্নও উচ্চারিত হচ্ছে নানা মহলে। কী ভাবছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী এমনিতে কথা বলেন কম। ইদানীং বক্তৃতা-বিবৃতি আরো কমিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি অন্তত দুটি অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছেন খালেদা জিয়া। সাংবাদিক নেতারা দেখা করতে গেলে তিনি নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। ওই সময় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে উল্লেখ করেন খালেদা জিয়া। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না বলেও নিজের মনোভাব ব্যক্ত করেন তিনি। সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী মনিরুল হক সাক্কু দেখা করতে গেলে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন খালেদা জিয়া। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সাক্কু যুদ্ধ করে জিতেছে। সুষ্ঠু  ভোট হলে এবার সাক্কুর ভোটের ব্যবধান হতো ৫০ হাজার। মনিরুল হক সাক্কুর মতো যুদ্ধ জয়ের জন্য দলের  নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এই বিজয়ে শুধু আনন্দিত হলে চলবে না, পরবর্তীর জন্য তৈরি হতে হবে। আগামী দিনে যে যুদ্ধ করবেন, তাতে দলকে প্রস্তুত করতে হবে। আমাদের  সেজন্য তৈরি হতে হবে। দেশকে ধ্বংস করার আগেই তাদের (আওয়ামী লীগ) বিদায় করার জন্য নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেক জেলায় জেলায় যদি আমাদের সৈনিকরা এমনভাবে  তৈরি হয়, যে যুদ্ধ সাক্কু জিতে এসেছে, তাহলে ইনশাআল্লাহ্? বাকি যুদ্ধেও আমরা বিজয়ী হতে পারবো। আমরা সফল হবো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নির্বাচন প্রশ্নে কী ভাবছেন খালেদা

আপলোড টাইম : ০৪:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: ব্যালটের রাজনীতি শুরু হয়ে গেছে। যদিও তা একতরফা। আওয়ামী লীগ ইতিমধ্যে ভোট চেয়ে জনগণের দুয়ারে যাওয়া শুরু করেছে। অন্যদিকে, এখনো ভোটের মাঠে দেখা মেলেনি বিএনপির। দলটি কি আগামী নির্বাচনে অংশ নেবে- সে প্রশ্নও উচ্চারিত হচ্ছে নানা মহলে। কী ভাবছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী এমনিতে কথা বলেন কম। ইদানীং বক্তৃতা-বিবৃতি আরো কমিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি অন্তত দুটি অনুষ্ঠানে আগামী নির্বাচন নিয়ে নিজের মনোভাব ব্যক্ত করেছেন খালেদা জিয়া। সাংবাদিক নেতারা দেখা করতে গেলে তিনি নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। ওই সময় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে উল্লেখ করেন খালেদা জিয়া। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না বলেও নিজের মনোভাব ব্যক্ত করেন তিনি। সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী মনিরুল হক সাক্কু দেখা করতে গেলে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন খালেদা জিয়া। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সাক্কু যুদ্ধ করে জিতেছে। সুষ্ঠু  ভোট হলে এবার সাক্কুর ভোটের ব্যবধান হতো ৫০ হাজার। মনিরুল হক সাক্কুর মতো যুদ্ধ জয়ের জন্য দলের  নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, এই বিজয়ে শুধু আনন্দিত হলে চলবে না, পরবর্তীর জন্য তৈরি হতে হবে। আগামী দিনে যে যুদ্ধ করবেন, তাতে দলকে প্রস্তুত করতে হবে। আমাদের  সেজন্য তৈরি হতে হবে। দেশকে ধ্বংস করার আগেই তাদের (আওয়ামী লীগ) বিদায় করার জন্য নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেক জেলায় জেলায় যদি আমাদের সৈনিকরা এমনভাবে  তৈরি হয়, যে যুদ্ধ সাক্কু জিতে এসেছে, তাহলে ইনশাআল্লাহ্? বাকি যুদ্ধেও আমরা বিজয়ী হতে পারবো। আমরা সফল হবো।