ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিজের শেষ বিশ্বকাপ খেলতে চান মালিঙ্গা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / ৩৫৬ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: নিজের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট হিসেবে আগামী বছরের বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। গতকাল (শনিবার) ডাম্বুলায় বৃষ্টি আইনে ইংল্যান্ডের কাছে ৩১ রানে শ্রীলংকার পরাজিত হওয়া ম্যাচে ৪৪ রানে ৫ উইকেট শিকার করে ডেথ ওভারে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন ৩৬ বছর বয়সী এ পেসার। প্রায় এক বছরের বেশি সময় পর গত মাসে এশিয়া কাপে পুনরায় ওয়ানডে দলের ফেরার পর এটাই এ পেসারের সেরা বোলিং ফিগার। জাতীয় দলের বাইরে থাকার সময় কানাডা গ্লোবাল টি-২০ এবং লংকার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমেন্স করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মালিঙ্গা বলেন, ‘এ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচকদের। আমি কেবলমাত্র একজন খেলোয়াড়। আমার একমাত্র কাজ হলো সুযোগ পেলে খেলা। দলের বাইরে থাকাকালীন আমি খেলতে কানাডা গিয়েছি। আমি ঘরোয়া ক্রিকেটও খেলেছি এবং সর্বোচ্চ উইকেট পেয়েছি। ঐসকল পারফরমেন্সের কারণেই এ পর্যায়ে আমি আরেকটা সুযোগ পেয়েছি। যেহেতু আমি ক্যারিয়ারের শেষ পর্যায়ে তাই বেশি বেশি উইকেট পেতে আমি মরিয়া।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন মালিঙ্গা এবং আগামী বছর মে মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে পারে তার শেষ বৈশ্বিক ইভেন্ট। তিনি আরো বলেন, ‘আমি মনে করছি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে আমি খেলব। এটা হবে আমার শেষ বিশ্বকাপ। গত বছর আমার সঙ্গে যা করা হয়েছে তাতে আমি সুযোগ পাব বলে আশা করছি না। তবে সুযোগ পেলে আমি খেলব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিজের শেষ বিশ্বকাপ খেলতে চান মালিঙ্গা

আপলোড টাইম : ০৯:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

খেলাধুলা ডেস্ক: নিজের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট হিসেবে আগামী বছরের বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। গতকাল (শনিবার) ডাম্বুলায় বৃষ্টি আইনে ইংল্যান্ডের কাছে ৩১ রানে শ্রীলংকার পরাজিত হওয়া ম্যাচে ৪৪ রানে ৫ উইকেট শিকার করে ডেথ ওভারে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন ৩৬ বছর বয়সী এ পেসার। প্রায় এক বছরের বেশি সময় পর গত মাসে এশিয়া কাপে পুনরায় ওয়ানডে দলের ফেরার পর এটাই এ পেসারের সেরা বোলিং ফিগার। জাতীয় দলের বাইরে থাকার সময় কানাডা গ্লোবাল টি-২০ এবং লংকার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমেন্স করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মালিঙ্গা বলেন, ‘এ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচকদের। আমি কেবলমাত্র একজন খেলোয়াড়। আমার একমাত্র কাজ হলো সুযোগ পেলে খেলা। দলের বাইরে থাকাকালীন আমি খেলতে কানাডা গিয়েছি। আমি ঘরোয়া ক্রিকেটও খেলেছি এবং সর্বোচ্চ উইকেট পেয়েছি। ঐসকল পারফরমেন্সের কারণেই এ পর্যায়ে আমি আরেকটা সুযোগ পেয়েছি। যেহেতু আমি ক্যারিয়ারের শেষ পর্যায়ে তাই বেশি বেশি উইকেট পেতে আমি মরিয়া।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন মালিঙ্গা এবং আগামী বছর মে মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হতে পারে তার শেষ বৈশ্বিক ইভেন্ট। তিনি আরো বলেন, ‘আমি মনে করছি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে আমি খেলব। এটা হবে আমার শেষ বিশ্বকাপ। গত বছর আমার সঙ্গে যা করা হয়েছে তাতে আমি সুযোগ পাব বলে আশা করছি না। তবে সুযোগ পেলে আমি খেলব।’