ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিজামুদ্দিনে যোগ দেয়া ৬৪৭ জন করোনায় আক্রান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • / ১৮৮ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সমাবেশে যোগদানকারীদের ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী জানিয়েছেন, নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সমাবেশের সঙ্গে সম্পর্কযুক্তদের মধ্যে ৬৪৭ জনের সংক্রমণের ঘটনা সামনে এসেছে। তিনি আরো জানান, ১৪টি রাজ্যে এর থেকে সংক্রমণ ছড়িয়েছে। ওই সমাবেশের সঙ্গে যুক্ত করোনায় আক্রান্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে মার্কাজ নিজামুদ্দিনের ওই সমাবেশে ভারত ছাড়াও অন্য দেশ থেকেও বহু মানুষ যোগ দিয়েছিলেন। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও সমাবেশের পরে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। সব মিলিয়ে প্রায় ৯,০০০ ব্যক্তি যোগ দিয়েছিলেন সমাবেশে। নিজামুদ্দিনে ওই সমাবেশে যোগ দেয়া ব্যক্তিদের খোঁজ নেয়ার জন্য বহু রাজ্যই এখন তল্লাশি জারি রেখেছে ভারত সরকার। ওই সমাবেশে যোগ দেয়াদের মধ্যে সংক্রমিত হয়েছেন তামিলনাডুতে ২৬০ জন, দিল্লিতে ২৫৯ জন। এছাড়া উত্তরপ্রদেশে ১৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন ওই তাবলিগ জামাতের অনুষ্ঠানে গিয়েছিলেন। এদিকে, অন্ধ্রপ্রদেশের ১৪০ জন আক্রান্তের মধ্যে ১০৮ জন দিল্লির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজস্থানেও ২৩ জন। ১৮ মার্চ তেলেঙ্গানায় এক ইন্দোনেশিয়ান ব্যক্তির শরীরে কভিড সংক্রমণ ধরা পড়ে। তিনি ওই সমাবেশে গিয়েছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ওই দলের সদস্যদের বিস্তারিত বিবরণ রাজ্যগুলোর কাছে পাঠিয়ে নির্দেশ দেয়। এছাড়া তাদের খুঁজে বের করে পরীক্ষা করতেও বলা হয়। এনডিটিভি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিজামুদ্দিনে যোগ দেয়া ৬৪৭ জন করোনায় আক্রান্ত

আপলোড টাইম : ১২:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০

বিশ্ব প্রতিবেদন:
দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সমাবেশে যোগদানকারীদের ৬৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মী জানিয়েছেন, নিজামুদ্দিনের তাবলিগ জামাতের সমাবেশের সঙ্গে সম্পর্কযুক্তদের মধ্যে ৬৪৭ জনের সংক্রমণের ঘটনা সামনে এসেছে। তিনি আরো জানান, ১৪টি রাজ্যে এর থেকে সংক্রমণ ছড়িয়েছে। ওই সমাবেশের সঙ্গে যুক্ত করোনায় আক্রান্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে মার্কাজ নিজামুদ্দিনের ওই সমাবেশে ভারত ছাড়াও অন্য দেশ থেকেও বহু মানুষ যোগ দিয়েছিলেন। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও সমাবেশের পরে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। সব মিলিয়ে প্রায় ৯,০০০ ব্যক্তি যোগ দিয়েছিলেন সমাবেশে। নিজামুদ্দিনে ওই সমাবেশে যোগ দেয়া ব্যক্তিদের খোঁজ নেয়ার জন্য বহু রাজ্যই এখন তল্লাশি জারি রেখেছে ভারত সরকার। ওই সমাবেশে যোগ দেয়াদের মধ্যে সংক্রমিত হয়েছেন তামিলনাডুতে ২৬০ জন, দিল্লিতে ২৫৯ জন। এছাড়া উত্তরপ্রদেশে ১৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন ওই তাবলিগ জামাতের অনুষ্ঠানে গিয়েছিলেন। এদিকে, অন্ধ্রপ্রদেশের ১৪০ জন আক্রান্তের মধ্যে ১০৮ জন দিল্লির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজস্থানেও ২৩ জন। ১৮ মার্চ তেলেঙ্গানায় এক ইন্দোনেশিয়ান ব্যক্তির শরীরে কভিড সংক্রমণ ধরা পড়ে। তিনি ওই সমাবেশে গিয়েছিলেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ওই দলের সদস্যদের বিস্তারিত বিবরণ রাজ্যগুলোর কাছে পাঠিয়ে নির্দেশ দেয়। এছাড়া তাদের খুঁজে বের করে পরীক্ষা করতেও বলা হয়। এনডিটিভি।