ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে অনুশীলন টাইগারদের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
  • / ৭১ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ আগামী ১৩ মার্চ মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা সংক্রান্ত ঝামেলার কারণে ২০ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩ এবং ২৬ মার্চে। এদিকে, সিরিজ সামনে রেখে দেশটিতে কঠোর কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে মুক্তি মিলেছে বাংলাদেশ দলের। শুরু হয়ে গেছে দলীয় অনুশীলনও। বৃহস্পতিবার দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে ফিরতে ফিরে স্বাভাবিকভাবেই দলের সবাই খুশি। সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকুর রহিম উইকেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ‘থামস আপ’ দেখিয়ে লিখেছেন, ‘৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ সেশন হলো।’ গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পা রাখে টাইগাররা। এরপর টানা ৮ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। যার সঙ্গে জেলবন্দি থাকার তুলনা করেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা। প্রতি গ্রুপে ৫ জন ক্রিকেটার ও ২ জন করে সাপোর্ট স্টাফ ছিলেন। মাঠে অনুশীলনের জন্য প্রতি গ্রুপের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ রাখা হয়েছিল। তবে এখনও কোয়ারেন্টিন শেষ হয়নি। ফলে আগামী ৭ দিন এভাবেই গ্রুপ করে চলবে অনুশীলন। এরপর কুইন্সতাউনে ৫ দিনের ক্যাম্পে পুরো দল মিলে অনুশীলন চলবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে অনুশীলন টাইগারদের

আপলোড টাইম : ০৯:৩৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১

খেলাধুলা প্রতিবেদন:
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজ আগামী ১৩ মার্চ মাঠে গড়ানোর কথা থাকলেও করোনা সংক্রান্ত ঝামেলার কারণে ২০ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২৩ এবং ২৬ মার্চে। এদিকে, সিরিজ সামনে রেখে দেশটিতে কঠোর কোয়ারেন্টিনে থাকার পর অবশেষে মুক্তি মিলেছে বাংলাদেশ দলের। শুরু হয়ে গেছে দলীয় অনুশীলনও। বৃহস্পতিবার দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনে ফিরতে ফিরে স্বাভাবিকভাবেই দলের সবাই খুশি। সামাজিক যোগাযোগের মাধ্যমে মুশফিকুর রহিম উইকেটের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ‘থামস আপ’ দেখিয়ে লিখেছেন, ‘৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ সেশন হলো।’ গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পা রাখে টাইগাররা। এরপর টানা ৮ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। যার সঙ্গে জেলবন্দি থাকার তুলনা করেছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত মাঠে চারটি গ্রুপে ভাগ হয়ে আলাদা সময়ে অনুশীলন করেছেন মুশফিক-তামিমরা। প্রতি গ্রুপে ৫ জন ক্রিকেটার ও ২ জন করে সাপোর্ট স্টাফ ছিলেন। মাঠে অনুশীলনের জন্য প্রতি গ্রুপের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ রাখা হয়েছিল। তবে এখনও কোয়ারেন্টিন শেষ হয়নি। ফলে আগামী ৭ দিন এভাবেই গ্রুপ করে চলবে অনুশীলন। এরপর কুইন্সতাউনে ৫ দিনের ক্যাম্পে পুরো দল মিলে অনুশীলন চলবে।