ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নিঃশর্ত আত্মসমর্পণই দীন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৭৮ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: দীন বা ধর্ম বিশেষ কোনো আমলের নাম নয়। কিছু আচার-নিষ্ঠা চর্চার নামও দীন নয়। দীন হলো নিঃশর্তভাবে নিজেকে সমর্পণের নাম। যেমনটা ভাবেন, যে বিশ্বাস লালন করেন সে অনুযায়ী জীবন সাজানোই দীনের বৈশিষ্ট্য। নিজের পছন্দমতো চলার নাম দীন নয়। কিছু মানবেন আর কিছু ছাড়বেন, সেটাও দীনের প্রকৃত ধারা নয়। দীনের বিষয়গুলো মানতে হবে। যেমন চামড়ার মোজা মাসেহ করতে হয় ওপরের অংশে। ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্যই যদি মাসেহ হয়, তাহলে তো তা করা দরকার মোজার নিচের অংশে। কিন্তু কোনো যুক্তিই এখানে টিকবে না। তবুও মানতে হবে। শরিয়তে সুস্পষ্টভাবে বলা আছে, মোজার উপরের অংশে মাসেহ করার কথা। আল্লাহ তায়ালার সুস্পষ্ট বিধান সংবলিত শরিয়ত আমাদের সামনে রয়েছে। তিনি আমাদের প্রভু, আমরা তার গোলাম। একজন প্রভু বা মনিব যখন তার গোলামকে কোনো নির্দেশ দেন, তখন আর এখানে ‘টু’ শব্দও করার সুযোগ থাকে না। এখানে কোনো যুক্তি-তর্কের অবকাশও নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এক জীবনে মানুষ যত কর্মকা-ই করুক সবই ইসলামে নির্দেশিত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নিঃশর্ত আত্মসমর্পণই দীন

আপলোড টাইম : ০৮:৫০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

ধর্ম ডেস্ক: দীন বা ধর্ম বিশেষ কোনো আমলের নাম নয়। কিছু আচার-নিষ্ঠা চর্চার নামও দীন নয়। দীন হলো নিঃশর্তভাবে নিজেকে সমর্পণের নাম। যেমনটা ভাবেন, যে বিশ্বাস লালন করেন সে অনুযায়ী জীবন সাজানোই দীনের বৈশিষ্ট্য। নিজের পছন্দমতো চলার নাম দীন নয়। কিছু মানবেন আর কিছু ছাড়বেন, সেটাও দীনের প্রকৃত ধারা নয়। দীনের বিষয়গুলো মানতে হবে। যেমন চামড়ার মোজা মাসেহ করতে হয় ওপরের অংশে। ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্যই যদি মাসেহ হয়, তাহলে তো তা করা দরকার মোজার নিচের অংশে। কিন্তু কোনো যুক্তিই এখানে টিকবে না। তবুও মানতে হবে। শরিয়তে সুস্পষ্টভাবে বলা আছে, মোজার উপরের অংশে মাসেহ করার কথা। আল্লাহ তায়ালার সুস্পষ্ট বিধান সংবলিত শরিয়ত আমাদের সামনে রয়েছে। তিনি আমাদের প্রভু, আমরা তার গোলাম। একজন প্রভু বা মনিব যখন তার গোলামকে কোনো নির্দেশ দেন, তখন আর এখানে ‘টু’ শব্দও করার সুযোগ থাকে না। এখানে কোনো যুক্তি-তর্কের অবকাশও নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এক জীবনে মানুষ যত কর্মকা-ই করুক সবই ইসলামে নির্দেশিত।