ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

না ফেরার দেশে চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন খাইরুল আলম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ তথ্যটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে দায়িত্বরত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
ডা. খাইরুল আলম ২০১৭ সালের ৬ নভেম্বর থেকে ২০১৯ সালের ৭ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ডা. খাইরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া এবং ভৈরবের ইউএইচএফপিও পদে দায়িত্বরত ছিলেন। এরপর তিনি চুয়াডাঙ্গা সিভিল সার্জন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে কর্মরত অবস্থায় তাঁর জীবনের ইতি ঘটে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

না ফেরার দেশে চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন খাইরুল আলম

আপলোড টাইম : ১১:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:
একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. মো. খাইরুল আলম। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ তথ্যটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে দায়িত্বরত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
ডা. খাইরুল আলম ২০১৭ সালের ৬ নভেম্বর থেকে ২০১৯ সালের ৭ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ডা. খাইরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া এবং ভৈরবের ইউএইচএফপিও পদে দায়িত্বরত ছিলেন। এরপর তিনি চুয়াডাঙ্গা সিভিল সার্জন ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) পদে কর্মরত অবস্থায় তাঁর জীবনের ইতি ঘটে।