ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাসির-সাব্বির জুটিতেও হলো না সিলেটের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • / ৪৩৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: ১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এক জুটিতেই হয়েছে ১১৭ রান। তারপরেও সিলেট পারলো না ম্যাচ জিততে। মাশরাফিদের স্লগ ওভারের বোলিংয়ে শেষ হয়ে গেছে নাসিরদের স্বপ্ন। শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর ৭ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে। ঢাকার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ১৬৯ রানের নির্ভরযোগ্য সংগ্রহ দাঁড় করায়। সিলেটের বোলারদের তুলোধুনো করে দুই ওপেনার মাত্র ৮.৪ ওভারেই ৮০ রান তুলে নেন। ম্যাককালাম (৩৩) ও ক্রিস গেইল (৫০) ফিরতেই অবশ্য রান তোলার গতি কমে যায়। অবশ্য রবি বোপারার ১২ বলে ২৮ রান নিয়ে সিলেটকে ১৭০ রানের জয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। জবাব দিতে নেমে প্রথমেই পথ হারিয়ে ফেলে নাসিরের সিলেট। প্রথম ২৫ রান তুলতেই বিদায় নেন টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান। এরপর দুই প্রান্ত থেকে দলের হাল ধরেন সাব্বির ও নাসির। ১৬ ওভার পর্যন্ত সিলেটের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩৫। মনে হচ্ছিল ম্যাচটা হাতের মুঠোয় রয়েছে সিলেটের। কিন্তু আসল নাটক যে সামনে রয়েছে। দলের ১৭ তম ওভারে মাশরাফি এলেন বল নিয়ে। দিলেন মাত্র ২ রান। এই দুন রানই চাপে ফেলে দেয় সাব্বির-নাসিরকে। পরের ওভারে ছক্কা মারতে গিয়ে বিদায় নেন সাব্বির। ততক্ষণে তিনি ৪৯ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। পরের ওভারগুলোর নাসিরের জন্য আরও করুণ হয়ে এলো। ইনিংসের শেষ বলে ব্রেসনান ছয় মারলেও তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। মাশরাফিরা ম্যাচ জিতে নেয় ৭ রানে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাসির-সাব্বির জুটিতেও হলো না সিলেটের

আপলোড টাইম : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

খেলাধুলা ডেস্ক: ১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এক জুটিতেই হয়েছে ১১৭ রান। তারপরেও সিলেট পারলো না ম্যাচ জিততে। মাশরাফিদের স্লগ ওভারের বোলিংয়ে শেষ হয়ে গেছে নাসিরদের স্বপ্ন। শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুর ৭ রানের জয় নিয়েই মাঠ ছেড়েছে। ঢাকার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ১৬৯ রানের নির্ভরযোগ্য সংগ্রহ দাঁড় করায়। সিলেটের বোলারদের তুলোধুনো করে দুই ওপেনার মাত্র ৮.৪ ওভারেই ৮০ রান তুলে নেন। ম্যাককালাম (৩৩) ও ক্রিস গেইল (৫০) ফিরতেই অবশ্য রান তোলার গতি কমে যায়। অবশ্য রবি বোপারার ১২ বলে ২৮ রান নিয়ে সিলেটকে ১৭০ রানের জয়ের লক্ষ্য নির্ধারণ করে দেন। জবাব দিতে নেমে প্রথমেই পথ হারিয়ে ফেলে নাসিরের সিলেট। প্রথম ২৫ রান তুলতেই বিদায় নেন টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান। এরপর দুই প্রান্ত থেকে দলের হাল ধরেন সাব্বির ও নাসির। ১৬ ওভার পর্যন্ত সিলেটের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩৫। মনে হচ্ছিল ম্যাচটা হাতের মুঠোয় রয়েছে সিলেটের। কিন্তু আসল নাটক যে সামনে রয়েছে। দলের ১৭ তম ওভারে মাশরাফি এলেন বল নিয়ে। দিলেন মাত্র ২ রান। এই দুন রানই চাপে ফেলে দেয় সাব্বির-নাসিরকে। পরের ওভারে ছক্কা মারতে গিয়ে বিদায় নেন সাব্বির। ততক্ষণে তিনি ৪৯ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। পরের ওভারগুলোর নাসিরের জন্য আরও করুণ হয়ে এলো। ইনিংসের শেষ বলে ব্রেসনান ছয় মারলেও তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। মাশরাফিরা ম্যাচ জিতে নেয় ৭ রানে।