ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নারী আইপিএলে এবারো খেলবেন জাহানারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / ১২৫ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:
নারীদের আইপিএল। যদিও টুর্নামেন্টটির আনুষ্ঠানিক নাম ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। আগামী নভেম্বরে দুবাইতে বসবে এই টুর্নামেন্টের তৃতীয় আসর। গত আসরে বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র জাহানারা আলমের। এবার তার সঙ্গে যুক্ত হতে পারেন আরো একজন। সব মিলিয়ে দুজন বাংলাদেশী নারী ক্রিকেটারকে দেখা যেতে পারে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। কোন দুজন ক্রিকেটার, সেটা অবশ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে বাংলাশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে যাবেন পেসার জাহানারা। অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের নামও শোনা যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি জাহানারাদের। ক্রিকইনফো তাদের খবরে বলছে, আগামী নভেম্বরে দুবাইতে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। তিন দলের অংশগ্রহণে আসরটিুবাইতে ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ নভেম্বর। এবারের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দু’জন করে ক্রিকেটার অংশ নেবেন। বেশিরভাগ ক্রিকেটার থাকবেন ভারতের। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররে নিয়ে সাজানো হবে তিনটি দল। গত আসরে ভেলোসিটির হয়ে খেলেছিলেন জাহানারা। দুটি ম্যাচের মধ্যে সমান একটি করে জয় ও হার। এক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পেয়েছিলেন দুটি উইকেট।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নারী আইপিএলে এবারো খেলবেন জাহানারা

আপলোড টাইম : ১০:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০

খেলাধুলা ডেস্ক:
নারীদের আইপিএল। যদিও টুর্নামেন্টটির আনুষ্ঠানিক নাম ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। আগামী নভেম্বরে দুবাইতে বসবে এই টুর্নামেন্টের তৃতীয় আসর। গত আসরে বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র জাহানারা আলমের। এবার তার সঙ্গে যুক্ত হতে পারেন আরো একজন। সব মিলিয়ে দুজন বাংলাদেশী নারী ক্রিকেটারকে দেখা যেতে পারে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। কোন দুজন ক্রিকেটার, সেটা অবশ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে বাংলাশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে যাবেন পেসার জাহানারা। অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের নামও শোনা যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি জাহানারাদের। ক্রিকইনফো তাদের খবরে বলছে, আগামী নভেম্বরে দুবাইতে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। তিন দলের অংশগ্রহণে আসরটিুবাইতে ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ নভেম্বর। এবারের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দু’জন করে ক্রিকেটার অংশ নেবেন। বেশিরভাগ ক্রিকেটার থাকবেন ভারতের। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররে নিয়ে সাজানো হবে তিনটি দল। গত আসরে ভেলোসিটির হয়ে খেলেছিলেন জাহানারা। দুটি ম্যাচের মধ্যে সমান একটি করে জয় ও হার। এক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পেয়েছিলেন দুটি উইকেট।