ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • / ২০২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা-ভাঙচুর
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আহত নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া যায়।
আহত ব্যক্তিরা হলেন আলুকদিয়া দাসপাড়ার বিমল কুমার দাসের ছেলে অনন্ত কুমার দাস (৩৭), রাজ কুমার দাসের মেয়ে মাধবী দাস (২০) ও পাশের মণিরামপুর গ্রামের মৃত কাঠিরাম শর্মার ছেলে রঞ্জিত কুমার শর্মা (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে আলুকদিয়া দাসপাড়ার ভাদু দাসের ছেলে প্রকাশ দাস, বিকাশ দাস, পলাশ দাস, বিকাশের ছেলে আকাশ দাস, প্রকাশের ছেলে প্রণব দাসসহ একই পরিবারের কয়েকজন অনন্ত দাসের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা অনন্ত দাসের বাড়িঘর ভাঙচুর করেন। বাধা দিতে এলে অনন্ত, মাধবী ও রঞ্জিতকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তাঁরা। এ সময় হামলাকারীরা মাধবী দাসের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাঁদেরও হুমকি-ধামকি দিয়ে যান তাঁরা। এ ঘটনার পর রাতে অনন্ত কুমার দাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নারীসহ তিনজন আহত, থানায় অভিযোগ

আপলোড টাইম : ১০:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা-ভাঙচুর
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আহত নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ সূত্রে এ তথ্য পাওয়া যায়।
আহত ব্যক্তিরা হলেন আলুকদিয়া দাসপাড়ার বিমল কুমার দাসের ছেলে অনন্ত কুমার দাস (৩৭), রাজ কুমার দাসের মেয়ে মাধবী দাস (২০) ও পাশের মণিরামপুর গ্রামের মৃত কাঠিরাম শর্মার ছেলে রঞ্জিত কুমার শর্মা (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে আলুকদিয়া দাসপাড়ার ভাদু দাসের ছেলে প্রকাশ দাস, বিকাশ দাস, পলাশ দাস, বিকাশের ছেলে আকাশ দাস, প্রকাশের ছেলে প্রণব দাসসহ একই পরিবারের কয়েকজন অনন্ত দাসের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা অনন্ত দাসের বাড়িঘর ভাঙচুর করেন। বাধা দিতে এলে অনন্ত, মাধবী ও রঞ্জিতকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তাঁরা। এ সময় হামলাকারীরা মাধবী দাসের পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রতিবেশীরা ঠেকাতে এলে তাঁদেরও হুমকি-ধামকি দিয়ে যান তাঁরা। এ ঘটনার পর রাতে অনন্ত কুমার দাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন।