ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নামাজের আগে জরুরি সাত কাজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
  • / ৪৬৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: ইসলামের অন্যতম স্তম্ভ নামাজ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো এই নামাজ। প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর নামাজ ফরজ। কোরান-হাদিসে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। শুধু কোরানেই প্রায় ৮২ বার নামাজের প্রসঙ্গ এসেছে। অসংখ্য হাদিসে নামাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নামাজ আদায় করতে হয় নির্দিষ্ট নিয়ম মোতাবেক। এ হিসেবে নামাজের আগে কিছু করণীয় আছে এবং নামাজের মধ্যে কিছু বিধান পালন করতে হয়। নামাজের আগে সাতটি কাজ ফরজ। প্রথমত পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ বলেন, তোমরা অপবিত্র হলে পাক সাফ হয়ে যাও। দ্বিতীয় ফরজ হচ্ছে পবিত্র কাপড় পরিধান করা। কাপড়ে কোনো নাপাক লেগে থাকলে তাতে নামাজ হবে না। নামাজের জন্য শুধু পরিষ্কার হলেই চলবে না, কাপড় যেন পবিত্রও হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত যে স্থানটিতে নামাজ আদায় করবে তা পবিত্র হতে হবে। নামাজি ব্যক্তি যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়বে, যেখানে হাঁটু ও হাত রেখে সেজদা করবে এসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে। চতুর্থত নামাজি ব্যক্তির সতর ঢাকা থাকতে হবে। পুরুষের জন্য নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এবং মুখম-ল ছাড়া পুরো দেহ ঢেকে রাখা ফরজ। আল্লাহ বলেন, হে বনি আদম-প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সাজসজ্জা/পরিচ্ছদ পরিধান করে নাও। পঞ্চম ফরজ হলো, নামাজ যথাসময়ে আদায় করা। পবিত্র কোরানে আল্লাহ বলেন, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা ইমানদারের জন্য আবশ্যক। ষষ্ঠ ফরজ হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে বায়তুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করা। যখন কেবলা নির্ধারণের মতো কেউ থাকবে না তখন অনুমানের ওপর ভিত্তি করে নামাজ আদায় করলেই আদায় হয়ে যাবে। সপ্তম ফরজ হচ্ছে, নামাজের নিয়ত করা। প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল। নামাজ যেহেতু একটি মহান ইবাদত এ জন্য এই নিয়ত ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। নামাজ আদায়ের আগেই এই সাতটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলোর কোনো একটি অনুপস্থিত থাকলে নামাজ বিশুদ্ধ হবে না। এ জন্য নামাজি ব্যক্তি এসব বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নামাজের আগে জরুরি সাত কাজ

আপলোড টাইম : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮

ধর্ম ডেস্ক: ইসলামের অন্যতম স্তম্ভ নামাজ। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো এই নামাজ। প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর নামাজ ফরজ। কোরান-হাদিসে নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। শুধু কোরানেই প্রায় ৮২ বার নামাজের প্রসঙ্গ এসেছে। অসংখ্য হাদিসে নামাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নামাজ আদায় করতে হয় নির্দিষ্ট নিয়ম মোতাবেক। এ হিসেবে নামাজের আগে কিছু করণীয় আছে এবং নামাজের মধ্যে কিছু বিধান পালন করতে হয়। নামাজের আগে সাতটি কাজ ফরজ। প্রথমত পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ বলেন, তোমরা অপবিত্র হলে পাক সাফ হয়ে যাও। দ্বিতীয় ফরজ হচ্ছে পবিত্র কাপড় পরিধান করা। কাপড়ে কোনো নাপাক লেগে থাকলে তাতে নামাজ হবে না। নামাজের জন্য শুধু পরিষ্কার হলেই চলবে না, কাপড় যেন পবিত্রও হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত যে স্থানটিতে নামাজ আদায় করবে তা পবিত্র হতে হবে। নামাজি ব্যক্তি যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়বে, যেখানে হাঁটু ও হাত রেখে সেজদা করবে এসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে। চতুর্থত নামাজি ব্যক্তির সতর ঢাকা থাকতে হবে। পুরুষের জন্য নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দুই হাতের কবজি, দুই পায়ের পাতা এবং মুখম-ল ছাড়া পুরো দেহ ঢেকে রাখা ফরজ। আল্লাহ বলেন, হে বনি আদম-প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সাজসজ্জা/পরিচ্ছদ পরিধান করে নাও। পঞ্চম ফরজ হলো, নামাজ যথাসময়ে আদায় করা। পবিত্র কোরানে আল্লাহ বলেন, নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা ইমানদারের জন্য আবশ্যক। ষষ্ঠ ফরজ হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে বায়তুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করা। যখন কেবলা নির্ধারণের মতো কেউ থাকবে না তখন অনুমানের ওপর ভিত্তি করে নামাজ আদায় করলেই আদায় হয়ে যাবে। সপ্তম ফরজ হচ্ছে, নামাজের নিয়ত করা। প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল। নামাজ যেহেতু একটি মহান ইবাদত এ জন্য এই নিয়ত ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। নামাজ আদায়ের আগেই এই সাতটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলোর কোনো একটি অনুপস্থিত থাকলে নামাজ বিশুদ্ধ হবে না। এ জন্য নামাজি ব্যক্তি এসব বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে।