ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / ৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’।

চুয়াডাঙ্গা:
‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘মরণঘাতী রোগগুলোর মধ্যে এইডস অন্যতম। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সব ভুল ধারণা ছিল, তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাসজনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব। প্রতিবছর প্রথম ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী এইডসে ২৮.৯ মিলিয়ন থেকে ৪১.৫ মিলিয়ন মানুষ মারা গেছে। যার মধ্যে শিশুও রয়েছে। মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতিবছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। আমাদের উচিৎ এইডস সম্পর্কে জানা ও এইডস রুখতে সকলে সোচ্চার হওয়া।’

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরামসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

মেহেরপুর:
মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ঈদগাহ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দকী। শোভযাত্রাটি মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারেন্ডেন্ট আব্দুস সালামসহ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সদর হাসপাতালের নার্সবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন

আপলোড টাইম : ০৪:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’।

চুয়াডাঙ্গা:
‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ‘মরণঘাতী রোগগুলোর মধ্যে এইডস অন্যতম। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে যে সব ভুল ধারণা ছিল, তা পরিবর্তন হচ্ছে। এইডস একটি ভাইরাসজনিত রোগ হলেও ছোঁয়াচে নয়। নিরাপদ রক্তসঞ্চালন পদ্ধতি অনুসরণ, একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার না করা ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস থেকে অনেকাংশে দূরে থাকা সম্ভব। প্রতিবছর প্রথম ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী এইডসে ২৮.৯ মিলিয়ন থেকে ৪১.৫ মিলিয়ন মানুষ মারা গেছে। যার মধ্যে শিশুও রয়েছে। মানুষকে এইডস বিষয়ে সচেতন করতে প্রতিবছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। আমাদের উচিৎ এইডস সম্পর্কে জানা ও এইডস রুখতে সকলে সোচ্চার হওয়া।’

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরামসহ চিকিৎসাকর্মী, নার্স ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

মেহেরপুর:
মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ঈদগাহ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় নেতৃত্ব দেন মেহেরপুর জেলা সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দকী। শোভযাত্রাটি মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারেন্ডেন্ট আব্দুস সালামসহ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সদর হাসপাতালের নার্সবৃন্দ।