ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাগদাহ ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে নির্বাচনী এলাকা। বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। নাগদাহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ২৯শে মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে এই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম জানান, আ.লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা আমার নির্বাচনী প্রচারণার ২টি অফিস ভেঙ্গে দিয়েছে। এছাড়া আমার সমর্থকদের নির্বাচনী কাজে বাধাদানসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে এলাকা আতঙ্কিত করছে। এসময় বিএনপি মনোনিত প্রার্থী মখলেচুর রহমান জোয়ার্দ্দার কমলের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে বলেও দারুস সালাম জানান। এবিষয়ে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই হুমায়নের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনও পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ওসি স্যারের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী অফিস ভাংচুরের কোন অভিযোগ আমরা পায়নি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে, নাগদাহ জহুরুলনগর গ্রামে মেম্বার প্রার্থী দুই গ্রুপের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। আমার আলমডাঙ্গা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাগদাহ ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

আপলোড টাইম : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮

নিজস্ব প্রতিবেদক: আসন্ন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে নির্বাচনী এলাকা। বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। নাগদাহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ২৯শে মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে এই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম জানান, আ.লীগ সমর্থিত প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকেরা আমার নির্বাচনী প্রচারণার ২টি অফিস ভেঙ্গে দিয়েছে। এছাড়া আমার সমর্থকদের নির্বাচনী কাজে বাধাদানসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে এলাকা আতঙ্কিত করছে। এসময় বিএনপি মনোনিত প্রার্থী মখলেচুর রহমান জোয়ার্দ্দার কমলের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে বলেও দারুস সালাম জানান। এবিষয়ে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই হুমায়নের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনও পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ওসি স্যারের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী অফিস ভাংচুরের কোন অভিযোগ আমরা পায়নি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে, নাগদাহ জহুরুলনগর গ্রামে মেম্বার প্রার্থী দুই গ্রুপের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। আমার আলমডাঙ্গা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।