ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নাইরোবির হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • / ৩১৮ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাস বহুল হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে বন্দুকধারীরা নাইরোবির ওয়েস্টল্যান্ড শহরে অবস্থিত অভিজাত দুসিতডি-২ হোটেল এ হামলার ঘটনা ঘটে। সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসির। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ৫ জন ওই হোটেলের ভেতর একটি খাবার রেস্টুরেন্টে ভেতর নিহত হয়েছেন এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এ সম্পর্কে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রেড মাটিয়ানিগি জানান, হোটেলের সকল ভবন এখন নিরাপদ। সেখান থেকে সমস্ত লোকজনকে সরিয়ে আনা হয়েছে। তবে তিনি হামলাকারীদের ভাগ্যে কি ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া মোট হামলাকারীর সংখ্যা সম্পর্কেও তিনি কিছু জানাননি। তবে স্থানীয় এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মোট চারজন এ হামলা চালিয়েছিল। প্রসঙ্গত, কেনিয়ায় এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো নতুন ঘটনা নয়। এর আগে ২০১৩ সালে নাইরোবির এই ওয়েস্টল্যান্ড শহরের ওয়েস্টগেট শপিংমলে ভয়াবহ হামলায় ৭৫ জন নিহত হয়েছিল। সেই জঙ্গি হামলার পিছনেও ছিলো আল শাবাব গোষ্ঠী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নাইরোবির হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৫

আপলোড টাইম : ১০:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯

বিশ্ব ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাস বহুল হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে বন্দুকধারীরা নাইরোবির ওয়েস্টল্যান্ড শহরে অবস্থিত অভিজাত দুসিতডি-২ হোটেল এ হামলার ঘটনা ঘটে। সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। খবর বিবিসির। কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ৫ জন ওই হোটেলের ভেতর একটি খাবার রেস্টুরেন্টে ভেতর নিহত হয়েছেন এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এ সম্পর্কে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রেড মাটিয়ানিগি জানান, হোটেলের সকল ভবন এখন নিরাপদ। সেখান থেকে সমস্ত লোকজনকে সরিয়ে আনা হয়েছে। তবে তিনি হামলাকারীদের ভাগ্যে কি ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া মোট হামলাকারীর সংখ্যা সম্পর্কেও তিনি কিছু জানাননি। তবে স্থানীয় এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মোট চারজন এ হামলা চালিয়েছিল। প্রসঙ্গত, কেনিয়ায় এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো নতুন ঘটনা নয়। এর আগে ২০১৩ সালে নাইরোবির এই ওয়েস্টল্যান্ড শহরের ওয়েস্টগেট শপিংমলে ভয়াবহ হামলায় ৭৫ জন নিহত হয়েছিল। সেই জঙ্গি হামলার পিছনেও ছিলো আল শাবাব গোষ্ঠী।