ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নতুন রূপে মোশাররফ করিম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / ৫১৮ বার পড়া হয়েছে

51155_mosharrofবিনোদন ডেস্ক: গত বছরের কথা। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা বয়ে আনে অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘জালালের গল্প’ ছবিটি। এরপর তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পান জনপ্রিয় এই অভিনেতা। তবে নতুন বছরে নতুন রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। তিন তিনটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম। এরমধ্যে আজ থেকে অভিনেতা ও পরিচালক নূর ইমরান মিঠুর নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি। এছাড়া সুমন আনোয়ারের ‘কয়লা’ ও ওয়াজেদ আলী সুমনের ‘ফালতু’ শিরোনামের একটি ছবিতে কাজ করবেন তিনি। মোশাররফ করিম বলেন, আমি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মালোয়েশিয়া যাব। সেখানে দশ-পনেরো দিন থাকতে হবে। এর মাঝে শিডিউল বুঝে এই ছবিগুলোর কাজ শেষ করব। প্রতিটি ছবির গল্পই আলাদা। আমার চরিত্রগুলোও ভিন্নধর্মি। ‘ফালতু’ ছবির গল্পতে অনেক কমেডি ও বৈচিত্র রয়েছে। এ ছবির শুটিং শিডিউল প্ল্যান এখনও হয়নি। আর মিঠুর ছবির কাজ বুড়িগঙ্গাসহ বিভিন্ন লোকেশনে শুরু করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। এর বাইরে বছরের শুরুতে মোশাররফ করিম নাটকেও নতুন রূপে হাজির হচ্ছেন। বহু নাটকে অভিনয় করতে গিয়ে ভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা ‘ল্যাম্প পোস্ট’ শিরোনামে একটি নাটকে একেবারে ভিন্ন রূপে আসছেন। ‘সিকান্দার বক্স’ এর নির্মাতা সাগর জাহানের এ নাটকে মেহেদী রঙে চাপ দাড়িওয়ালা এক বৃদ্ধকে ফুটিয়ে তুলবেন তিনি। এরই মধ্যে নতুন সিরিয়াল ‘ল্যাম্প পোস্ট’র শুটিং শুরু করেছেন মোশাররফ করিম। বাংলাদেশের গ-ি পেরিয়ে মোশাররফ করিম ‘সিতারা’ নামে কলকাতার একটি ছবিতে চলতি মাসেই কাজ করার কথা ছিল। এ ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ছবিতে মাধুরীকে নিয়ে যে খবরটি ছিল তা একটি মিথ্যে সংবাদ। ‘সিতারা’ ছবিতে সাইন করেছি আমি। তবে জানুয়ারিতে এ ছবির শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়েছে। এ ছবিটি পরিচালনা করবেন আশিস কুমার রায়। এর শুটিংয়ের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি। হলে সবাইকে জানিয়ে কাজটি শুরু করতে চাই। কারণ, ওপার বাংলায় এখনও আমার কোনো কাজ করা হয়নি। উল্লেখ্য, মোশাররফ করিম বড় পর্দায় সর্ব প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেন ‘রূপকথার গল্প’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’ ছবিগুলোতে। সর্বশেষ ‘অজ্ঞাতনামা’ শীর্ষক ছবিটি মুক্তি পায় তার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নতুন রূপে মোশাররফ করিম

আপলোড টাইম : ০১:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭

51155_mosharrofবিনোদন ডেস্ক: গত বছরের কথা। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা বয়ে আনে অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘জালালের গল্প’ ছবিটি। এরপর তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পান জনপ্রিয় এই অভিনেতা। তবে নতুন বছরে নতুন রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। তিন তিনটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম। এরমধ্যে আজ থেকে অভিনেতা ও পরিচালক নূর ইমরান মিঠুর নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি। এছাড়া সুমন আনোয়ারের ‘কয়লা’ ও ওয়াজেদ আলী সুমনের ‘ফালতু’ শিরোনামের একটি ছবিতে কাজ করবেন তিনি। মোশাররফ করিম বলেন, আমি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মালোয়েশিয়া যাব। সেখানে দশ-পনেরো দিন থাকতে হবে। এর মাঝে শিডিউল বুঝে এই ছবিগুলোর কাজ শেষ করব। প্রতিটি ছবির গল্পই আলাদা। আমার চরিত্রগুলোও ভিন্নধর্মি। ‘ফালতু’ ছবির গল্পতে অনেক কমেডি ও বৈচিত্র রয়েছে। এ ছবির শুটিং শিডিউল প্ল্যান এখনও হয়নি। আর মিঠুর ছবির কাজ বুড়িগঙ্গাসহ বিভিন্ন লোকেশনে শুরু করেছি। ছবিগুলো দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। এর বাইরে বছরের শুরুতে মোশাররফ করিম নাটকেও নতুন রূপে হাজির হচ্ছেন। বহু নাটকে অভিনয় করতে গিয়ে ভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা ‘ল্যাম্প পোস্ট’ শিরোনামে একটি নাটকে একেবারে ভিন্ন রূপে আসছেন। ‘সিকান্দার বক্স’ এর নির্মাতা সাগর জাহানের এ নাটকে মেহেদী রঙে চাপ দাড়িওয়ালা এক বৃদ্ধকে ফুটিয়ে তুলবেন তিনি। এরই মধ্যে নতুন সিরিয়াল ‘ল্যাম্প পোস্ট’র শুটিং শুরু করেছেন মোশাররফ করিম। বাংলাদেশের গ-ি পেরিয়ে মোশাররফ করিম ‘সিতারা’ নামে কলকাতার একটি ছবিতে চলতি মাসেই কাজ করার কথা ছিল। এ ছবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ছবিতে মাধুরীকে নিয়ে যে খবরটি ছিল তা একটি মিথ্যে সংবাদ। ‘সিতারা’ ছবিতে সাইন করেছি আমি। তবে জানুয়ারিতে এ ছবির শুটিংয়ের কথা থাকলেও তা পিছিয়েছে। এ ছবিটি পরিচালনা করবেন আশিস কুমার রায়। এর শুটিংয়ের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি। হলে সবাইকে জানিয়ে কাজটি শুরু করতে চাই। কারণ, ওপার বাংলায় এখনও আমার কোনো কাজ করা হয়নি। উল্লেখ্য, মোশাররফ করিম বড় পর্দায় সর্ব প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেন ‘রূপকথার গল্প’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’ ছবিগুলোতে। সর্বশেষ ‘অজ্ঞাতনামা’ শীর্ষক ছবিটি মুক্তি পায় তার।