ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ভোট আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১৬২ বার পড়া হয়েছে

নির্বাচনে বিশৃঙ্খলা ঘটলেই আইনী ব্যবস্থা-এসপি জাহিদ
প্রতিবেদক, দামুড়হুদা:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ভোটগ্রহন আজ। এবারের নির্বাচনে দুই ইউনিয়নে মোট ১১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাতিপোতায় ৫ জন ও নাটুদহে ৬ জন।
দামুড়হুদা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নাতিপোতা ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১২৭ জন এবং নাটুদাহে মোট ভোটার ১৪ হাজার ৮২৬ জন। নির্বাচন অফিস আরও জানায়, নাতিপোতা ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে অপরদিকে নাটুদহের ৯টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত।
এদিকে নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি সংক্রান্তে ব্রিফিং করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এসময় তিনি বলেন, দামুড়হুদার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে এজন্য পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টহল, বিজিবি, র‌্যাব, রোবোক্যাপ ও আনসারসহ বিভিন্ন স্তরের প্রশাসন নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কেউ যদি বাড়াবাড়ি করে, তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল¬াহ আল মামুন। এছাড়া উপজেলা আনসার ভিডিপি অফিসারসহ ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার/ফোর্স ও অনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ভোট আজ

আপলোড টাইম : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

নির্বাচনে বিশৃঙ্খলা ঘটলেই আইনী ব্যবস্থা-এসপি জাহিদ
প্রতিবেদক, দামুড়হুদা:
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ভোটগ্রহন আজ। এবারের নির্বাচনে দুই ইউনিয়নে মোট ১১জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাতিপোতায় ৫ জন ও নাটুদহে ৬ জন।
দামুড়হুদা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নাতিপোতা ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১২৭ জন এবং নাটুদাহে মোট ভোটার ১৪ হাজার ৮২৬ জন। নির্বাচন অফিস আরও জানায়, নাতিপোতা ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে অপরদিকে নাটুদহের ৯টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত।
এদিকে নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল থানা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা ডিউটি সংক্রান্তে ব্রিফিং করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এসময় তিনি বলেন, দামুড়হুদার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে এজন্য পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টহল, বিজিবি, র‌্যাব, রোবোক্যাপ ও আনসারসহ বিভিন্ন স্তরের প্রশাসন নিয়োজিত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কেউ যদি বাড়াবাড়ি করে, তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, দামুড়হুদা মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল¬াহ আল মামুন। এছাড়া উপজেলা আনসার ভিডিপি অফিসারসহ ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার/ফোর্স ও অনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।