ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৩৬ বার পড়া হয়েছে

কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ এজেন্টের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও বাড়িতে থাকা মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের রেল রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বাপ্পি ও তাঁর স্ত্রী ঘটনার রাতে বাড়িতে ছিলেন না।
মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, ‘রাত আনুমানিক তিনটার দিকে ৭-৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুজনকে মারধর শুরু করে। এরপর মুখ ও হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘর তছনছ করে ফেলে। এ সময় তারা ঘরে থাকা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।’ এর আগে ৯ জুন রাতে কালীগঞ্জ শহরের মেইনবাস স্ট্যান্ডের শিপন কম্পিউটার নামের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দুই লাখ নগদ টাকা ও ১৮টি মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া ১৪ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরে এ আর ট্রেডার্সে ইউনিলিভার ডিপোতে চুরির ঘটনা ঘটেছে। চোরো দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে অফিস রুমে প্রবেশ করে ৭টি ট্যাব ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে চুরি ঠেকাতে বিদ্যুতায়িত করে রাখা তারে জড়িয়ে লাল মিয়া (২০) এক যুবক মারা যায়।
সম্প্রতি সময়ে কালীগঞ্জ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। করোনকালে চুরি, ডাকাতি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়াকে থানা পুলিশের দায়িত্বে অবহেলা রয়েছে বলে ভুক্তভোগীর বলছেন। এ নিয়ে গত ১০ আগস্ট সর্বশেষ কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতি হওয়ার এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির মালিকের দাবি সংগোপনে গ্রিল ও তালা ভেঙে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। অন্যদিকে, সম্প্রতিকালে উপজেলায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া বিষয়ে বলেন, ‘আমাদের নলেজে থাকা সব ঘটনার মালামাল উদ্ধার করেছি। এ ব্যাপারে পুলিশ তৎপর আছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

নগদ ৩ লক্ষাধিক টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট!

আপলোড টাইম : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশ এজেন্টের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাপ্পির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও বাড়িতে থাকা মেহেদী হাসান বাপ্পির বাবা ও মাকে মারধর করা হয়েছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের রেল রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বাপ্পি ও তাঁর স্ত্রী ঘটনার রাতে বাড়িতে ছিলেন না।
মেহেদী হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম জানান, ‘রাত আনুমানিক তিনটার দিকে ৭-৮ জনের একটি দল তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের দুজনকে মারধর শুরু করে। এরপর মুখ ও হাত-পা বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে। তিনটি ঘর তছনছ করে ফেলে। এ সময় তারা ঘরে থাকা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।’ এর আগে ৯ জুন রাতে কালীগঞ্জ শহরের মেইনবাস স্ট্যান্ডের শিপন কম্পিউটার নামের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দুই লাখ নগদ টাকা ও ১৮টি মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া ১৪ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরে এ আর ট্রেডার্সে ইউনিলিভার ডিপোতে চুরির ঘটনা ঘটেছে। চোরো দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে অফিস রুমে প্রবেশ করে ৭টি ট্যাব ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে চুরি ঠেকাতে বিদ্যুতায়িত করে রাখা তারে জড়িয়ে লাল মিয়া (২০) এক যুবক মারা যায়।
সম্প্রতি সময়ে কালীগঞ্জ এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। করোনকালে চুরি, ডাকাতি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়াকে থানা পুলিশের দায়িত্বে অবহেলা রয়েছে বলে ভুক্তভোগীর বলছেন। এ নিয়ে গত ১০ আগস্ট সর্বশেষ কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। উপস্থিত জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসার এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া জানান, ডাকাতি হওয়ার এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির মালিকের দাবি সংগোপনে গ্রিল ও তালা ভেঙে টাকা ও স্বর্ণ নিয়ে গেছে। অন্যদিকে, সম্প্রতিকালে উপজেলায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া বিষয়ে বলেন, ‘আমাদের নলেজে থাকা সব ঘটনার মালামাল উদ্ধার করেছি। এ ব্যাপারে পুলিশ তৎপর আছে।’