ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ধীরে ধীরে উন্নতির দিকে দেশের করোনা পরিস্থিতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা নতুন আক্রান্ত ৪৫ জন, শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ
২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৫২৫ জন
নিজস্ব প্রতিবেদক:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমেছে শনাক্তের হার। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৬ হাজার ৪৮৫ জন। এদিকে, চুয়াডাঙ্গায় টানা চারদিন ধরে করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের শরীরে। যা গত ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় একদিনে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৬ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোন মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৫৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪৫টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৭ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৮৮২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত বা উপর্স নিয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে মাত্র ৪৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ। এর মধ্যে পূর্বের পেন্ডিং নমুনার ফলাফল থাকায় শনাক্তের হার বেশি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৬ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৫১ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ২৯৫টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬৭৬ জন। জেলায় বর্তমানে ৫৮৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৫৬৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৭ জন, গাংনীতে ২ জন ও মুজিবনগরে ২ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১০৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.১৯ শতাংশ। নতুন আক্রান্ত ২১ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। এর মধ্যে সদর উপজেলার ৭৮ জন, গাংনীর ৫৮ জন এবং মুজিবনগরে ২৯ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারাদেশ:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। সেখানে গতকাল শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৮৩৬ জনে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। বয়সভিত্তিক বিশেশ্লষণে দেখা যায়, মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৬ জন ও মহিলা ৬১ জন। যাদের মধ্যে বাসায় সাতজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে চারজন মারা গেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ধীরে ধীরে উন্নতির দিকে দেশের করোনা পরিস্থিতি

আপলোড টাইম : ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

চুয়াডাঙ্গা নতুন আক্রান্ত ৪৫ জন, শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ
২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৫২৫ জন
নিজস্ব প্রতিবেদক:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কমেছে শনাক্তের হার। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ৬ হাজার ৪৮৫ জন। এদিকে, চুয়াডাঙ্গায় টানা চারদিন ধরে করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের শরীরে। যা গত ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২১ জন। এসময় এ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় একদিনে নতুন করে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৬ জনে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কোন মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৫৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪৫টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৭ জন ও জীবননগর উপজেলার ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৮৮২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত বা উপর্স নিয়ে কারও মৃত্যু হয়নি। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে মাত্র ৪৫ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭৮.৯৪ শতাংশ। এর মধ্যে পূর্বের পেন্ডিং নমুনার ফলাফল থাকায় শনাক্তের হার বেশি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৬ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়েছেন বাকী ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৬ হাজার ৫১ টি, প্রাপ্ত ফলাফল ২৬ হাজার ২৯৫টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬৭৬ জন। জেলায় বর্তমানে ৫৮৮ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৫৬৫ জন ও হাসপাতাল আইসোলেশনে ২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৬ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৭ জন, গাংনীতে ২ জন ও মুজিবনগরে ২ জন রয়েছে। এসময় জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১০৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ২১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.১৯ শতাংশ। নতুন আক্রান্ত ২১ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। এর মধ্যে সদর উপজেলার ৭৮ জন, গাংনীর ৫৮ জন এবং মুজিবনগরে ২৯ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ৩৯ জন রয়েছে।
সারাদেশ:
দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। সেখানে গতকাল শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৮৩৬ জনে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩ হাজার ৫২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন। বয়সভিত্তিক বিশেশ্লষণে দেখা যায়, মারা যাওয়া ১১৭ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের কম বয়সী একজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৬ জন ও মহিলা ৬১ জন। যাদের মধ্যে বাসায় সাতজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে চারজন মারা গেছেন।