ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ধান ১৫২৭ এবং ৪১৩২ মেট্টিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ১৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর, মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য পরিদর্শক মরিয়ম খাতুন, কারিগরি খাদ্য পরিদর্শক আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫২৭ মেট্টিকটন ধান এবং জেলার ৭৪ জন চালকল মালিকদের কাছ থেকে ৪ হাজার ১৩২ মেট্টিক টন সিদ্ধ চাল কেনা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৯২ মেট্রিক টন ধান, আলমডাঙ্গা উপজেলা থেকে ৭৯৫ মেট্টিকটন ধান, দামুড়হুদা উপজেলা থেকে ২৯৯ মেট্রিক টন ধান ও জীবননগর উপজেলা থেকে ২৪১ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৪ জন চালকল মালিকদের কাছ থেকে ২৩২ দশমিক ৮০০ মেট্টিক টন, আলমডাঙ্গা উপজেলার ৩৫ জন চালকল মালিকদের থেকে ৫০১ দশমিক ৮৭০ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলার ৫ জন চালকল মালিকদের থেকে ৭৭ দশমিক ৬৪০ মেট্রিক টন ও জীবননগর উপজেলার ২০ জন চালকল মালিকদের কাছ থেকে ১ হাজার ৪৮৫ দশমিক ৮৪০ মেট্রিক টন সিদ্ধচাল চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি ২৬ টাকা, চাল ৩৭ টাকা কেজি দরে কেনা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ধান ১৫২৭ এবং ৪১৩২ মেট্টিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা

আপলোড টাইম : ১০:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর, মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য পরিদর্শক মরিয়ম খাতুন, কারিগরি খাদ্য পরিদর্শক আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫২৭ মেট্টিকটন ধান এবং জেলার ৭৪ জন চালকল মালিকদের কাছ থেকে ৪ হাজার ১৩২ মেট্টিক টন সিদ্ধ চাল কেনা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৯২ মেট্রিক টন ধান, আলমডাঙ্গা উপজেলা থেকে ৭৯৫ মেট্টিকটন ধান, দামুড়হুদা উপজেলা থেকে ২৯৯ মেট্রিক টন ধান ও জীবননগর উপজেলা থেকে ২৪১ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৪ জন চালকল মালিকদের কাছ থেকে ২৩২ দশমিক ৮০০ মেট্টিক টন, আলমডাঙ্গা উপজেলার ৩৫ জন চালকল মালিকদের থেকে ৫০১ দশমিক ৮৭০ মেট্রিক টন, দামুড়হুদা উপজেলার ৫ জন চালকল মালিকদের থেকে ৭৭ দশমিক ৬৪০ মেট্রিক টন ও জীবননগর উপজেলার ২০ জন চালকল মালিকদের কাছ থেকে ১ হাজার ৪৮৫ দশমিক ৮৪০ মেট্রিক টন সিদ্ধচাল চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি ২৬ টাকা, চাল ৩৭ টাকা কেজি দরে কেনা হবে।