ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ধানসহ বিভিন্ন আবাদি ফসল কেটে দেয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / ৪৩১ বার পড়া হয়েছে

আকন্দবাড়িয়ায় শত্রুতামুলক সাড়ে ৪ বিঘা জমির
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া আবাসনের মাঠে শত্রুতামুলক সাড়ে ৪ বিঘা জমির ধানসহ বিভিন্ন আবাদি ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের ঘর জামাই গোলজার ও মালেক গং এর বিরুদ্ধে। শুক্রবার ভোরের দিকে সঙ্গবদ্ধ হয়ে প্রকাশ্যে মাঠের আবাদি জমির ফসল কেটে নষ্ট করে সেচ কাজে ব্যবহৃত স্যালোমেশিন নিয়ে যায়। এতে চাষী বিটুলের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে চাষির মাঠের আবাদি ফসল নস্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চাষি বাদি হয়ে অভিযুক্ত গোলজার ও মালেক গংয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। জমির মালিকের অভিযোগে জানাযায়, চুয়াডাঙ্গা সদরের জোয়ার্দার পাড়ার মৃত জিতুয়ার রহমানের ছেলে ইস্রাফিল হোসেন বিটুল একই উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের আবদার, হারুন, হাবিবুর, নাসু নিকট থেকে সাড়ে ৪ বিঘা জমি ক্রয় করে। ক্রেতা পরবর্তীতে বিক্রেতাদের মাধ্যমে ভাগে সেখানে আড়াই বিঘা ধান, ১৫ কাঁঠা পেঁপের চাঁরা, দেড় বিঘা ভুট্টার আবাদ করে। এছাড়া, জমির পার্শ্বে ২২ টি কলাগাছ লাগানো হয়। গত শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে গ্রামের নুর মোহাম্মদের জামাই মন্ডল পাড়ার গোলজার ও গাঙের ধার পাড়ার মালেক গং দলবল নিয়ে হাজির হয় জমিতে। এসময় গাঙের ধার পাড়ার মালেকের ছেলে হাকিম, নুর মোহাম্মদের ছেলে আব্দুল হাই, আজিবর রহমানের ছেলে ঝন্টু ও মিন্টু সহ ২০/২৫ জন জমির ফলন্ত ধান, চাঁরা পেঁপে ও কলাগাছ কেটে ফেলে এবং দেড় বিঘা জমির ভুট্টাগাছ কেটে নিয়ে যায়। এছাড়া জমিতে থাকা সেচ কাজে ব্যবহৃত ৩০ হাজার টাকা মূল্যের একটি স্যালোমেশিন নিয়ে যায়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমির আবাদি ফলন্ত ফসল ধান সহ বিভিন্ন ফসল নষ্ট ও চুরি করে নিয়ে গেছে জেনে আমি দিশেহারা হয়ে পড়ি। আজ রোববার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ধানসহ বিভিন্ন আবাদি ফসল কেটে দেয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৯:৩১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮

আকন্দবাড়িয়ায় শত্রুতামুলক সাড়ে ৪ বিঘা জমির
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া আবাসনের মাঠে শত্রুতামুলক সাড়ে ৪ বিঘা জমির ধানসহ বিভিন্ন আবাদি ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের ঘর জামাই গোলজার ও মালেক গং এর বিরুদ্ধে। শুক্রবার ভোরের দিকে সঙ্গবদ্ধ হয়ে প্রকাশ্যে মাঠের আবাদি জমির ফসল কেটে নষ্ট করে সেচ কাজে ব্যবহৃত স্যালোমেশিন নিয়ে যায়। এতে চাষী বিটুলের ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এদিকে চাষির মাঠের আবাদি ফসল নস্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী চাষি বাদি হয়ে অভিযুক্ত গোলজার ও মালেক গংয়ের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। জমির মালিকের অভিযোগে জানাযায়, চুয়াডাঙ্গা সদরের জোয়ার্দার পাড়ার মৃত জিতুয়ার রহমানের ছেলে ইস্রাফিল হোসেন বিটুল একই উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের আবদার, হারুন, হাবিবুর, নাসু নিকট থেকে সাড়ে ৪ বিঘা জমি ক্রয় করে। ক্রেতা পরবর্তীতে বিক্রেতাদের মাধ্যমে ভাগে সেখানে আড়াই বিঘা ধান, ১৫ কাঁঠা পেঁপের চাঁরা, দেড় বিঘা ভুট্টার আবাদ করে। এছাড়া, জমির পার্শ্বে ২২ টি কলাগাছ লাগানো হয়। গত শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে গ্রামের নুর মোহাম্মদের জামাই মন্ডল পাড়ার গোলজার ও গাঙের ধার পাড়ার মালেক গং দলবল নিয়ে হাজির হয় জমিতে। এসময় গাঙের ধার পাড়ার মালেকের ছেলে হাকিম, নুর মোহাম্মদের ছেলে আব্দুল হাই, আজিবর রহমানের ছেলে ঝন্টু ও মিন্টু সহ ২০/২৫ জন জমির ফলন্ত ধান, চাঁরা পেঁপে ও কলাগাছ কেটে ফেলে এবং দেড় বিঘা জমির ভুট্টাগাছ কেটে নিয়ে যায়। এছাড়া জমিতে থাকা সেচ কাজে ব্যবহৃত ৩০ হাজার টাকা মূল্যের একটি স্যালোমেশিন নিয়ে যায়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জমির আবাদি ফলন্ত ফসল ধান সহ বিভিন্ন ফসল নষ্ট ও চুরি করে নিয়ে গেছে জেনে আমি দিশেহারা হয়ে পড়ি। আজ রোববার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।