ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দোকান-পাট বন্ধ ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / ৩০ বার পড়া হয়েছে

হাসাদাহে কঠোর লকডাউনে বাস্তবায়নে মাঠে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা
বদরুজ্জামান শ্যামল, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে তৃতীয় ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ইউপি চেয়ারম্যানসহ মেম্বাররা। গতকাল রোববার সকালে হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাসের নেতৃত্বে মেম্বাররা মাঠে নামেন। এসময় তাঁরা হাসাদাহ বাজারে সকল দোকান-পাট বন্ধ করে দেন এবং সড়কে বাঁশ টাঙিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করেন। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট মেম্বাররা কঠোর লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপরতা চালান।
হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস জানান, ‘মহামারি করোনাভাইরাস রোধে সরকারি ঘোষণা অনুযায়ী কঠোর বিধি-নিষেধ পালনে মানুষের বাধ্য করা হচ্ছে। যারা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছে, তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। আমার ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারদের নির্দেশনা দিয়েছি, কোনো অবস্থাতেই যেন অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হতে না পারে। এছাড়া যারা কোভিড-১৯ এ আক্রান্ত তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে ইউনিয়ন পরিষদ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন জালাল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু, হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী উত্তম কুমার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দোকান-পাট বন্ধ ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ

আপলোড টাইম : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১

হাসাদাহে কঠোর লকডাউনে বাস্তবায়নে মাঠে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা
বদরুজ্জামান শ্যামল, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে তৃতীয় ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ইউপি চেয়ারম্যানসহ মেম্বাররা। গতকাল রোববার সকালে হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাসের নেতৃত্বে মেম্বাররা মাঠে নামেন। এসময় তাঁরা হাসাদাহ বাজারে সকল দোকান-পাট বন্ধ করে দেন এবং সড়কে বাঁশ টাঙিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করেন। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট মেম্বাররা কঠোর লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপরতা চালান।
হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস জানান, ‘মহামারি করোনাভাইরাস রোধে সরকারি ঘোষণা অনুযায়ী কঠোর বিধি-নিষেধ পালনে মানুষের বাধ্য করা হচ্ছে। যারা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছে, তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। আমার ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বারদের নির্দেশনা দিয়েছি, কোনো অবস্থাতেই যেন অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হতে না পারে। এছাড়া যারা কোভিড-১৯ এ আক্রান্ত তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে ইউনিয়ন পরিষদ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন জালাল, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু, হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী উত্তম কুমার প্রমুখ।