ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দেশের বাজারে সমাদৃত ওয়ালটনের সেলফোন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • / ২৩০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকমের রিটেলমিটের আলোচনায় বক্তারা
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বাংলাদেশ টেলিকমের রিটেলমিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা শহরের জোয়ার্দ্দার টাওয়ারের ৩য় তলায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমের পৃষ্ঠপোষক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন সেলফোনের অপারেটিভ ডিরেক্টর আসিফুর রহমান খান। তিনি এক বক্তব্যে বলেন, ‘ওয়ালটনের কারণে আমরা এখন স্বদেশী পণ্যের প্রতি নির্ভরশীল হতে পেরেছি। বর্তমানে আপনাদের (রিটেইলার) একান্ত প্রচেষ্টায় দেশের বাজারে ওয়ালটনের সকল মডেলের সেলফোন সমাদৃত। ওয়ালটনের লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রবৃদ্ধি এবং রপ্তানির ধারা বেগবানের মাধ্যমে শিগগিরই বিশ্বের শীর্ষ ব্যান্ডে পরিণত হবে ওয়ালটন।’
বাংলাদেশ টেলিকম প্লাসের সত্ত্বাধিকারী মাইনুল হাসান রিপনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন সেলফোনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, ডেপুটি ডিরেক্টর একরামুজ্জামান, রিটেল সেলস ম্যানেজার খলিলুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার শামিম আহমেদ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘ওয়ালটনের প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের প্রাণকেন্দ্র। তখন আর আমাদের বিদেশী কোম্পানির মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতে হবে না। ওয়ালটন এখন বাংলাদেশী কারখানায় উৎপাদন করছে বিশ্বমানের ফোন। আপনাদের সহযোগিতায় দেশের মানুষের সমর্থন নিয়ে ওয়ালটন এগিয়ে যাবে।’
এ ছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা, ওয়ালটন অগ্রযাত্রার পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণ প্রসঙ্গে বক্তব্য রাখেন রিটেইলাররা। এতে অংশ নেন ওয়ালটনের ২০০ জন রিটেইলার। ওয়ালটন মোবাইল কোম্পানি লিমিটেডের সৌজন্যে এরআগে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ব্যতিক্রমী পিঠা উৎসবের মধ্যদিয়ে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ব্যবসায়ীদের মিলনমেলার দিনব্যাপি আয়োজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দেশের বাজারে সমাদৃত ওয়ালটনের সেলফোন

আপলোড টাইম : ০৯:১৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকমের রিটেলমিটের আলোচনায় বক্তারা
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বাংলাদেশ টেলিকমের রিটেলমিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা শহরের জোয়ার্দ্দার টাওয়ারের ৩য় তলায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমের পৃষ্ঠপোষক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন সেলফোনের অপারেটিভ ডিরেক্টর আসিফুর রহমান খান। তিনি এক বক্তব্যে বলেন, ‘ওয়ালটনের কারণে আমরা এখন স্বদেশী পণ্যের প্রতি নির্ভরশীল হতে পেরেছি। বর্তমানে আপনাদের (রিটেইলার) একান্ত প্রচেষ্টায় দেশের বাজারে ওয়ালটনের সকল মডেলের সেলফোন সমাদৃত। ওয়ালটনের লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রবৃদ্ধি এবং রপ্তানির ধারা বেগবানের মাধ্যমে শিগগিরই বিশ্বের শীর্ষ ব্যান্ডে পরিণত হবে ওয়ালটন।’
বাংলাদেশ টেলিকম প্লাসের সত্ত্বাধিকারী মাইনুল হাসান রিপনের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন সেলফোনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, ডেপুটি ডিরেক্টর একরামুজ্জামান, রিটেল সেলস ম্যানেজার খলিলুর রহমান, এরিয়া সেলস ম্যানেজার শামিম আহমেদ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘ওয়ালটনের প্রবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের প্রাণকেন্দ্র। তখন আর আমাদের বিদেশী কোম্পানির মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকতে হবে না। ওয়ালটন এখন বাংলাদেশী কারখানায় উৎপাদন করছে বিশ্বমানের ফোন। আপনাদের সহযোগিতায় দেশের মানুষের সমর্থন নিয়ে ওয়ালটন এগিয়ে যাবে।’
এ ছাড়াও উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সুযোগ-সুবিধা, অসুবিধা, ওয়ালটন অগ্রযাত্রার পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণ প্রসঙ্গে বক্তব্য রাখেন রিটেইলাররা। এতে অংশ নেন ওয়ালটনের ২০০ জন রিটেইলার। ওয়ালটন মোবাইল কোম্পানি লিমিটেডের সৌজন্যে এরআগে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ব্যতিক্রমী পিঠা উৎসবের মধ্যদিয়ে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ব্যবসায়ীদের মিলনমেলার দিনব্যাপি আয়োজন।