ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দেশের প্রথম এনজিও ওয়েব পোর্টাল উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৪৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড়
নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে চুয়াডাঙ্গার ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল টাউন ফুটবল মাঠ। বিভিন্ন দপ্তরের স্টলে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার ২য় দিন মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ও সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মীর পরিচালনায় “আমার চোখে ডিজিটাল বাংলাদেশ” বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উদ্ভাবকেরা। ডিজিটাল বাংলাদেশ নিয়ে নান্দনিক সব উদ্ভাবন ও উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরে তারা। এ ছাড়া জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একই মঞ্চে। চার উপজেলার মধ্যে শীর্ষে থাকা আলমডাঙ্গা কলা কেন্দ্র জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়।
এদিন বেলা ১২টায় মেলা মঞ্চে জেলার সকল বেসরকারি সামাজিক সংস্থা- এনজিও’র তথ্য ও সেবার বিবরণপূর্ণ ওয়েব পোর্টাল ‘এনজিও-চুয়াডাঙ্গা’ উদ্বোধন করা হয়। ওয়েব পোর্টলটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে ওয়েব পোর্টালের উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, ‘এ পোর্টালটি বাংলাদেশের মধ্যে প্রথম এর আগে কোন জেলাতে এ ধরনের পোর্টাল তৈরি হয়নি। এই পোর্টালের মাধ্যমে জেলার সকল এনজিও’র সব ধরনের তথ্য পাওয়া যাবে। এই পোর্টালের মাধ্যমে জেলার এনজিওগুলোর তথ্য আন্তর্জাতিক পর্যায়ে পৌছে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ প্রমূখ।
এবছর মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, আইটি সংশ্লিষ্ট, কৃষি সেবা, ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শণীসহ সর্বমোট ৮০ টি স্টল ও ৫টি বড় প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলার সবকটি স্টলে ভিন্ন ভিন্ন সেবাদানের কারণে সেবাগ্রহীতারাও আসছেন দল বেধে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা পরিষদের বড় প্যাভালিয়ানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এ ছাড়া চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ১৮ ও ১৯ নং স্টলে সীমাহীন ভিড় লক্ষ্য করা যায়। টিটিস’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘এই স্টল থেকে বিদেশ গমনেচ্ছুকদের তিনদিনের মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে মেলা চলাকালীন সময়ে। এ ছাড়াও বিভিন্ন ট্রেডে ভর্তিচ্ছুকদের আবেদন জমা নেয়া হচ্ছে। ফলে সকাল থেকে রাত অবধি প্রশিক্ষণার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।’ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের আয়োজন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দেশের প্রথম এনজিও ওয়েব পোর্টাল উদ্বোধন

আপলোড টাইম : ০৯:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড়
নিজস্ব প্রতিবেদক: জমে উঠেছে চুয়াডাঙ্গার ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল টাউন ফুটবল মাঠ। বিভিন্ন দপ্তরের স্টলে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার ২য় দিন মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ও সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মীর পরিচালনায় “আমার চোখে ডিজিটাল বাংলাদেশ” বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উদ্ভাবকেরা। ডিজিটাল বাংলাদেশ নিয়ে নান্দনিক সব উদ্ভাবন ও উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরে তারা। এ ছাড়া জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একই মঞ্চে। চার উপজেলার মধ্যে শীর্ষে থাকা আলমডাঙ্গা কলা কেন্দ্র জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়।
এদিন বেলা ১২টায় মেলা মঞ্চে জেলার সকল বেসরকারি সামাজিক সংস্থা- এনজিও’র তথ্য ও সেবার বিবরণপূর্ণ ওয়েব পোর্টাল ‘এনজিও-চুয়াডাঙ্গা’ উদ্বোধন করা হয়। ওয়েব পোর্টলটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে ওয়েব পোর্টালের উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, ‘এ পোর্টালটি বাংলাদেশের মধ্যে প্রথম এর আগে কোন জেলাতে এ ধরনের পোর্টাল তৈরি হয়নি। এই পোর্টালের মাধ্যমে জেলার সকল এনজিও’র সব ধরনের তথ্য পাওয়া যাবে। এই পোর্টালের মাধ্যমে জেলার এনজিওগুলোর তথ্য আন্তর্জাতিক পর্যায়ে পৌছে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ প্রমূখ।
এবছর মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, আইটি সংশ্লিষ্ট, কৃষি সেবা, ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শণীসহ সর্বমোট ৮০ টি স্টল ও ৫টি বড় প্যাভিলিয়ন স্থান পেয়েছে। মেলার সবকটি স্টলে ভিন্ন ভিন্ন সেবাদানের কারণে সেবাগ্রহীতারাও আসছেন দল বেধে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা পরিষদের বড় প্যাভালিয়ানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এ ছাড়া চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ১৮ ও ১৯ নং স্টলে সীমাহীন ভিড় লক্ষ্য করা যায়। টিটিস’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘এই স্টল থেকে বিদেশ গমনেচ্ছুকদের তিনদিনের মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে মেলা চলাকালীন সময়ে। এ ছাড়াও বিভিন্ন ট্রেডে ভর্তিচ্ছুকদের আবেদন জমা নেয়া হচ্ছে। ফলে সকাল থেকে রাত অবধি প্রশিক্ষণার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।’ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের আয়োজন।