ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দূরে থাকলেও এবার খলনায়িকা মুনমুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
  • / ৪০৫ বার পড়া হয়েছে

36008_munmun

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরে দূরে থাকলেও আবারো চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন মুনমুন। এর আগে বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এবার আসছেন ভিন্নরূপে। সম্প্রতি একটি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। মিজানুর রহমান মিজান পরিচালিত এ ছবির নাম ‘রাগী’। সম্প্রতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে তিনি  বলেন, এ পর্যন্ত অসংখ্য ছবিতে অভিনয় করেছি। সেগুলো ছবির প্রধান নায়িকার চরিত্রে ছিল। তবে সময়ের পরিবর্তনে এবার ভিন্নরূপে হাজির হওয়ার চেষ্টা করছি। ‘রাগী’ নামের এ ছবিতে আমাকে পুরোপুরি নেতিবাচক চরিত্রে দর্শক দেখতে পাবেন এবার। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নেগেটিভ রোলে অভিনয় করব। এভাবে কোনো ছবিতে আর কাজ করা হয়ে ওঠেনি। আমার বিশ্বাস, ভালোভাবে ছবির কাজটি শেষ করতে পারব। শিগগিরই শুভ মহরতের মধ্য দিয়ে বিএফডিসিতে এর কাজ শুরু হবে। ‘রাগী’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবির, অধরা খান, মিশা সওদাগর, রেবেকা পারভীন প্রমুখ। পরিচালক জানিয়েছেন, গত ৬ই অক্টোবর এ ছবির জন্য একটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘তোকে ছাড়া’। গানটির সুর করেছেন মাহবুব মেহতাজ ও সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ। ‘রাগী’ ছবিতে বাকি গানের সুর ও সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আহম্মেদ হুমায়ন ও রাফি মোহাম্মদ। উল্লেখ্য, মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুমারী মা’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। মুনমুন এরইমধ্যে আরও তিনটি ছবিতে কাজ করেছেন। এগুলো হচ্ছে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’ ও জাবেদ-জাহিদের ‘দুই রাজকন্যা’।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দূরে থাকলেও এবার খলনায়িকা মুনমুন

আপলোড টাইম : ০১:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬

36008_munmun

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরে দূরে থাকলেও আবারো চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন মুনমুন। এর আগে বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এবার আসছেন ভিন্নরূপে। সম্প্রতি একটি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। মিজানুর রহমান মিজান পরিচালিত এ ছবির নাম ‘রাগী’। সম্প্রতি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে তিনি  বলেন, এ পর্যন্ত অসংখ্য ছবিতে অভিনয় করেছি। সেগুলো ছবির প্রধান নায়িকার চরিত্রে ছিল। তবে সময়ের পরিবর্তনে এবার ভিন্নরূপে হাজির হওয়ার চেষ্টা করছি। ‘রাগী’ নামের এ ছবিতে আমাকে পুরোপুরি নেতিবাচক চরিত্রে দর্শক দেখতে পাবেন এবার। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত নেগেটিভ রোলে অভিনয় করব। এভাবে কোনো ছবিতে আর কাজ করা হয়ে ওঠেনি। আমার বিশ্বাস, ভালোভাবে ছবির কাজটি শেষ করতে পারব। শিগগিরই শুভ মহরতের মধ্য দিয়ে বিএফডিসিতে এর কাজ শুরু হবে। ‘রাগী’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবির, অধরা খান, মিশা সওদাগর, রেবেকা পারভীন প্রমুখ। পরিচালক জানিয়েছেন, গত ৬ই অক্টোবর এ ছবির জন্য একটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘তোকে ছাড়া’। গানটির সুর করেছেন মাহবুব মেহতাজ ও সংগীত পরিচালনা করেছেন রাফি মোহাম্মদ। ‘রাগী’ ছবিতে বাকি গানের সুর ও সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ, আহম্মেদ হুমায়ন ও রাফি মোহাম্মদ। উল্লেখ্য, মুনমুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কুমারী মা’। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। মুনমুন এরইমধ্যে আরও তিনটি ছবিতে কাজ করেছেন। এগুলো হচ্ছে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’ ও জাবেদ-জাহিদের ‘দুই রাজকন্যা’।