ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় রাজিব আলী নামের অপর এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের মোড়ভাঙ্গা দাসপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের সৌদি প্রবাসী মসলেম উদ্দিনের ছেলে ও আহত রাজিব আলী কুষ্টিয়ার মিরপুর থানাধীন আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
জানা যায়, সৌদি প্রবাসী মামুন হোসেন ছুটিতে দেশে আসেন। একমান পূর্বে তিনি বিবাহবন্ধনে আবদ্ধও হন। এরই মধ্যে গতকার দুপুরে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের মোড়ভাঙ্গা দাসপাড়া মোড়ে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মামুন হোসেন ও রাজীবকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর জখম রাজীবকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৪:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় রাজিব আলী নামের অপর এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের মোড়ভাঙ্গা দাসপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের সৌদি প্রবাসী মসলেম উদ্দিনের ছেলে ও আহত রাজিব আলী কুষ্টিয়ার মিরপুর থানাধীন আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
জানা যায়, সৌদি প্রবাসী মামুন হোসেন ছুটিতে দেশে আসেন। একমান পূর্বে তিনি বিবাহবন্ধনে আবদ্ধও হন। এরই মধ্যে গতকার দুপুরে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কের মোড়ভাঙ্গা দাসপাড়া মোড়ে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মামুন হোসেন ও রাজীবকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর জখম রাজীবকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।