ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • / ১৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে, ফার্মপাড়ার মেসার্স জুয়েল ফার্মেসিতে পাওয়া যায় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আর এ ধরণের কাজ না করার জন্য সাবধান করে দেওয়া হয়। পরবর্তীতে গাড়াবাড়িয়া এলাকায় মেসার্স হুসাইন স্টোরে অভিযানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এখানেও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো নষ্ট করে দেওয়া হয়। সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১১:০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে, ফার্মপাড়ার মেসার্স জুয়েল ফার্মেসিতে পাওয়া যায় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে আর এ ধরণের কাজ না করার জন্য সাবধান করে দেওয়া হয়। পরবর্তীতে গাড়াবাড়িয়া এলাকায় মেসার্স হুসাইন স্টোরে অভিযানে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এখানেও মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো নষ্ট করে দেওয়া হয়। সবাইকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।