ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুই নারী উদ্যোক্তা পেলেন সেলাই মেশিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ৬৩ বার পড়া হয়েছে

দামুড়হুদায় জীবন সংগ্রামে উৎসাহ প্রদানে ইউএনও’র উদ্যোগ
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় জীবন সংগ্রামী দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। নারী উদ্যোক্তারা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মল্লিকপাড়ার আবুলের স্বামী পরিতাক্ত্য মেয়ে শাহানার খাতুন ও একই পাড়ায় নুর হোসেনের স্বামী পরিতাক্ত্য মেয়ে সালমা খাতুন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁদের বাড়ি গিয়ে এ সেলাই মেশিন প্রদান করেন ইউএনও।
জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মল্লিকপাড়ার আবুলের স্বামী পরিতাক্ত্য মেয়ে শাহানার খাতুন এক সন্তানের জননী। তিনি বিধবা হওয়ার পর একটি সন্তান নিয়ে তার পিতার সংসারে আশ্রয় নেন। তাঁর বাবা দিনমজুর হওয়ায় সংসার চালাতে কষ্ট হয়। বাবার কষ্ট কিছুটা ভাগ নিতে সেলাইয়ের কাজ শেখেন শাহানার খাতুন। সেলাইয়ের কাছ শিখেছেন, কিন্তু সেলাই মেশিন না থাকার কারণে কাজ করতে পারেন না। এদিকে, জয়রামপুর একইপাড়ায় নুর হোসেনের স্বামী পরিতাক্ত্য মেয়ে সালমা খাতুন দুই সন্তানের জননী। ছেলে-মেয়েকে মানুষ করতে কাজ শেখেন সেলাইয়ের। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেলাই মেশিন উপহার দেন। এই সেলাই মেশিন পেয়ে শাহানারা খাতুন ও সালমা খাতুন বেজায় খুশি হয়েছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, শাহানার ও সালমার ঘটনা শুনে তাঁদের দেখতে ইচ্ছে হলো, তাই তাঁদের বাড়িতে যাই। তাঁদের বাড়িতে গিয়ে দেখি আসলেই তাঁরা অসহায়। তাঁদের দুইজনকে সেলাই মেশিন দিতে পেরে আমার ও অনেক ভালো লাগছে। দোয়া করি হাজারো শাহানারা ও সালমা তাঁদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাক সাফল্যের দিকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দুই নারী উদ্যোক্তা পেলেন সেলাই মেশিন

আপলোড টাইম : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

দামুড়হুদায় জীবন সংগ্রামে উৎসাহ প্রদানে ইউএনও’র উদ্যোগ
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় জীবন সংগ্রামী দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। নারী উদ্যোক্তারা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মল্লিকপাড়ার আবুলের স্বামী পরিতাক্ত্য মেয়ে শাহানার খাতুন ও একই পাড়ায় নুর হোসেনের স্বামী পরিতাক্ত্য মেয়ে সালমা খাতুন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁদের বাড়ি গিয়ে এ সেলাই মেশিন প্রদান করেন ইউএনও।
জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে মল্লিকপাড়ার আবুলের স্বামী পরিতাক্ত্য মেয়ে শাহানার খাতুন এক সন্তানের জননী। তিনি বিধবা হওয়ার পর একটি সন্তান নিয়ে তার পিতার সংসারে আশ্রয় নেন। তাঁর বাবা দিনমজুর হওয়ায় সংসার চালাতে কষ্ট হয়। বাবার কষ্ট কিছুটা ভাগ নিতে সেলাইয়ের কাজ শেখেন শাহানার খাতুন। সেলাইয়ের কাছ শিখেছেন, কিন্তু সেলাই মেশিন না থাকার কারণে কাজ করতে পারেন না। এদিকে, জয়রামপুর একইপাড়ায় নুর হোসেনের স্বামী পরিতাক্ত্য মেয়ে সালমা খাতুন দুই সন্তানের জননী। ছেলে-মেয়েকে মানুষ করতে কাজ শেখেন সেলাইয়ের। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সেলাই মেশিন উপহার দেন। এই সেলাই মেশিন পেয়ে শাহানারা খাতুন ও সালমা খাতুন বেজায় খুশি হয়েছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, শাহানার ও সালমার ঘটনা শুনে তাঁদের দেখতে ইচ্ছে হলো, তাই তাঁদের বাড়িতে যাই। তাঁদের বাড়িতে গিয়ে দেখি আসলেই তাঁরা অসহায়। তাঁদের দুইজনকে সেলাই মেশিন দিতে পেরে আমার ও অনেক ভালো লাগছে। দোয়া করি হাজারো শাহানারা ও সালমা তাঁদের জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাক সাফল্যের দিকে।