ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৭

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে দিল্লির জনাকীর্ণ করল বাগ এলাকার হোটেল আরপিত প্যালেসে এ অগ্নিকান্ড ঘটে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হোটেলে আগুন লাগার পর জানালা দিয়ে লাফ দিয়ে বাঁচতে গিয়ে তারা মারা যান। হোটেল থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। গুর”তর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে হোটেল আরপিত প্যালেসের চতুর্থ ও পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ২৪টিরও বেশি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা মোবাইলফোনের ভিডিও চিত্রে দেখা যায়, বড় সাদা রঙের হোটেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, আগুন লাগার সময় হোটেলের ৬৫টি কক্ষের ১৫০ লোকের মধ্যে অধিকাংশ ঘুমাচ্ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ লোক মারা যায়। দিল্লিতে করল বাগ কম বাজেটের পর্যটকদের জন্য জনপ্রিয় জায়গা। সেখানে বেশ কয়েকটি হোটেল ও মার্কেট রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ১৭

আপলোড টাইম : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯

বিশ্ব ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে দিল্লির জনাকীর্ণ করল বাগ এলাকার হোটেল আরপিত প্যালেসে এ অগ্নিকান্ড ঘটে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হোটেলে আগুন লাগার পর জানালা দিয়ে লাফ দিয়ে বাঁচতে গিয়ে তারা মারা যান। হোটেল থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। গুর”তর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে হোটেল আরপিত প্যালেসের চতুর্থ ও পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের ২৪টিরও বেশি ইউনিট। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা মোবাইলফোনের ভিডিও চিত্রে দেখা যায়, বড় সাদা রঙের হোটেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, আগুন লাগার সময় হোটেলের ৬৫টি কক্ষের ১৫০ লোকের মধ্যে অধিকাংশ ঘুমাচ্ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ লোক মারা যায়। দিল্লিতে করল বাগ কম বাজেটের পর্যটকদের জন্য জনপ্রিয় জায়গা। সেখানে বেশ কয়েকটি হোটেল ও মার্কেট রয়েছে।