ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দিল্লিতে সশস্ত্র প্রহরায় মুসলমানদের জুমা আদায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • / ২১৫ বার পড়া হয়েছে

Muslim devotees offer Friday prayers at a mosque following sectarian riots over India's new citizenship law, at Mustafabad area in New Delhi on February 28, 2020. - Muslims in India's capital held regular on February 28 prayers under the watch of riot police, capping a week which saw 42 killed and hundreds injured during the city's worst sectarian violence in decades. (Photo by Xavier GALIANA / AFP)

বিশ্ব প্রতিবেদন
দাঙ্গা পুলিশের নজরদারিতে ভারতীয় মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। সোমবার কয়েকটি জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সশস্ত্র দাঙ্গাকারীরা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকরা চড়াও হলে এই সাম্প্রদায়িক সহিংসতা সূত্রপাত ঘটে।-খবর এএফপির ভাঙা গ্লাসের টুকরা, পাথর ও ধ্বংসাবশেষ পড়ে থাকা সড়কে আধাসামরিক বাহিনীকে টহল দিতে দেখা গেছে। মুস্তফাবাদের কাছের প্রধান মসজিদটির বাইরে কয়েক ডজন স্বেচ্ছাসেবী দাঁড়িয়েছিলেন। এই এলাকাটিতে দাঙ্গা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। নামাজের পর মুসল্লিদের দ্রুত চলে যেতে অনুরোধ করছিলেন স্বেচ্ছাসেবীরা। মসজিদের পেশ ইমাম বলেন, ‘এটা কঠিন সময়। আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।’ সোমবার হিন্দুত্ববাদী দাঙ্গাকারীদের জ্বালিয়ে দেয়া একটি মসজিদের দিকে যেতে মুসল্লিদের নিষেধ করছিল পুলিশ। কাছেই হিন্দু প্রাধান্য শিব বিহার এলাকার লোকজন মসজিদের দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। মসজিদে ঢুকতে চাওয়া মুসল্লিদের দিকে ইঙ্গিত করে তারা বলছিলেন, দাঙ্গাকারীদের আটক না করা পর্যন্ত কাউকে ঢুকে দেয়া হবে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দিল্লিতে সশস্ত্র প্রহরায় মুসলমানদের জুমা আদায়

আপলোড টাইম : ০৯:১৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০

বিশ্ব প্রতিবেদন
দাঙ্গা পুলিশের নজরদারিতে ভারতীয় মুসলমানরা শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। সোমবার কয়েকটি জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সশস্ত্র দাঙ্গাকারীরা। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থকরা চড়াও হলে এই সাম্প্রদায়িক সহিংসতা সূত্রপাত ঘটে।-খবর এএফপির ভাঙা গ্লাসের টুকরা, পাথর ও ধ্বংসাবশেষ পড়ে থাকা সড়কে আধাসামরিক বাহিনীকে টহল দিতে দেখা গেছে। মুস্তফাবাদের কাছের প্রধান মসজিদটির বাইরে কয়েক ডজন স্বেচ্ছাসেবী দাঁড়িয়েছিলেন। এই এলাকাটিতে দাঙ্গা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। নামাজের পর মুসল্লিদের দ্রুত চলে যেতে অনুরোধ করছিলেন স্বেচ্ছাসেবীরা। মসজিদের পেশ ইমাম বলেন, ‘এটা কঠিন সময়। আমাদের ধৈর্য ধরতে হবে। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি।’ সোমবার হিন্দুত্ববাদী দাঙ্গাকারীদের জ্বালিয়ে দেয়া একটি মসজিদের দিকে যেতে মুসল্লিদের নিষেধ করছিল পুলিশ। কাছেই হিন্দু প্রাধান্য শিব বিহার এলাকার লোকজন মসজিদের দিকের রাস্তা বন্ধ করে রেখেছেন। মসজিদে ঢুকতে চাওয়া মুসল্লিদের দিকে ইঙ্গিত করে তারা বলছিলেন, দাঙ্গাকারীদের আটক না করা পর্যন্ত কাউকে ঢুকে দেয়া হবে না।