ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদা জুড়ানপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

damurhuda-hashan-pictur-22-11-16

দামুড়হুদা অফিস: দামুড়হুদার জুড়ানপুর গ্রামে ওয়াজ মহাফিলে মহিলাদের বসারস্থানে ঢুকাকে কেন্দ্র করে আলমঙ্গীর ও হাসান দুই ভাইকে পিটিয়ে আহত করেছে। আহতদের মধ্যে হাসান দামুড়হুদার চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা জুড়ানপুর গ্রামের খলিলের ছেলে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। আহত হাসান জানায়, সোমবার রাতে দামুড়হুদার জুড়ানপুর স্কুল মাঠে জুড়ানপুর যুব সমাজের আয়োজিত ওয়াজ মহাফিলে একই গ্রামের রফিকের ছেলে জাকির (২৪) মহিলাদের বসার স্থানের ভিতরে প্রবেশ করতে যায়। এতে খলিলের ছেলে আলমঙ্গীর (৩২) বাধাঁ দিলেও সে ভিতরে প্রবেশ করে। এতে জাকির বাধাঁ দেওয়ায় জাকিরসহ একই গ্রামের মৃত নাজিমের ছেলে ইমরান, তার ভই হাসানুজ্জামান, ও শহিদ সর্দ্দারের ছেলে নওশাদ ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমঙ্গীর জুড়ানপুর বটতলা বাজারে এলে তাকে মারপিট শুরু করলে স্থানীয়রা তা মিটিয়ে দেয়। পরে বেলা ১১টার দিকে আলমঙ্গীরের ছোট ভাই চুয়াডাঙ্গা সরকারী কলেজে অনার্স পড়–য়া হাসান বটতলাবাজারে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে ৪জন মিলে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৪টি সেলাই হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদা জুড়ানপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই জনকে পিটিয়ে রক্তাক্ত জখম

আপলোড টাইম : ০৬:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬

damurhuda-hashan-pictur-22-11-16

দামুড়হুদা অফিস: দামুড়হুদার জুড়ানপুর গ্রামে ওয়াজ মহাফিলে মহিলাদের বসারস্থানে ঢুকাকে কেন্দ্র করে আলমঙ্গীর ও হাসান দুই ভাইকে পিটিয়ে আহত করেছে। আহতদের মধ্যে হাসান দামুড়হুদার চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা জুড়ানপুর গ্রামের খলিলের ছেলে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। আহত হাসান জানায়, সোমবার রাতে দামুড়হুদার জুড়ানপুর স্কুল মাঠে জুড়ানপুর যুব সমাজের আয়োজিত ওয়াজ মহাফিলে একই গ্রামের রফিকের ছেলে জাকির (২৪) মহিলাদের বসার স্থানের ভিতরে প্রবেশ করতে যায়। এতে খলিলের ছেলে আলমঙ্গীর (৩২) বাধাঁ দিলেও সে ভিতরে প্রবেশ করে। এতে জাকির বাধাঁ দেওয়ায় জাকিরসহ একই গ্রামের মৃত নাজিমের ছেলে ইমরান, তার ভই হাসানুজ্জামান, ও শহিদ সর্দ্দারের ছেলে নওশাদ ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে আলমঙ্গীর জুড়ানপুর বটতলা বাজারে এলে তাকে মারপিট শুরু করলে স্থানীয়রা তা মিটিয়ে দেয়। পরে বেলা ১১টার দিকে আলমঙ্গীরের ছোট ভাই চুয়াডাঙ্গা সরকারী কলেজে অনার্স পড়–য়া হাসান বটতলাবাজারে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে ৪জন মিলে এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৪টি সেলাই হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।