ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় টিসিবি পণ্য নিতে গিয়ে ইউপি সদস্যের কাছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কুড়ুলগাছিতে টিসিবি কার্ডধারী এক নারীকে পণ্য না দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে গেলে সেলিনা খাতুন নামের এক নারীকে লাঞ্ছিত করে বের করে দেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ঝণ্টু। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত মেম্বার আহসান হাবিব ঝণ্টুর বিরুদ্ধে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার বেলা দুইটার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন গত বুধবার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য আনতে যান। টিসিবির কার্ড থাকা সত্ত্বেও তাকে টিসিবির পণ্য না দিয়ে তাকে সকলের সম্মুখে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্ছিত করেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ঝণ্টু।

এ বিষয়ে সেলিনা খাতুন বলেন, ‘প্রথমে আমার স্বামী কার্ড নিয়ে টিসিবির পণ্য আনতে গেলে তাকে পণ্য না দিয়ে গালাগালি করে বের করে দেয়। পরে আমি নিজে সশরীরে ইউনিয়ন পরিষদে যেয়ে টিসিবির পণ্য নিতে গেলে আমাকে দেখে উত্তেজিত হয়ে খুবই বাজে ভাষায় অনেক মানুষের সামনে মানহানিকর কথা বলে এবং আমাকে পণ্য দিবে না বলে হেও প্রতিপন্ন করে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দেয়। তাই আমি এর বিচারের দাবিতে ইউএনও স্যারের বরাবর লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে ইউপি সদস্য আহসান হাবিব ঝণ্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি এসময় ছিলাম না, চৌকিদারদের ওপর দায়িত্ব দিয়েছিলাম। তারা কার্ডে ও বিনা কার্ডে পণ্য দিয়ে পণ্য শট করে ফেলে। পরে সেলিনা খাতুন নামের একজন কার্ড নিয়ে আসে। পণ্য না থাকায় তাকে চলে যেতে বলি। কিন্তু সে পণ্য না নিয়ে যাবে না। সম্পর্কে সে আমার চাচী হয়, তাই আমি তাকে বেলাইনে নয়, লাইন মতোই কয়েকটা গালাগালি করেছিলাম।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম বলেন, ‘সেলিনা নামের একজন নারী ইউপি সদস্য আহসান হাবিব ঝণ্টুর বিরুদ্ধে আমার অফিসে এসে লাঞ্ছিতের অভিযোগে একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় টিসিবি পণ্য নিতে গিয়ে ইউপি সদস্যের কাছে

আপলোড টাইম : ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কুড়ুলগাছিতে টিসিবি কার্ডধারী এক নারীকে পণ্য না দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে গেলে সেলিনা খাতুন নামের এক নারীকে লাঞ্ছিত করে বের করে দেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ঝণ্টু। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত মেম্বার আহসান হাবিব ঝণ্টুর বিরুদ্ধে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন। গত বুধবার বেলা দুইটার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন গত বুধবার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য আনতে যান। টিসিবির কার্ড থাকা সত্ত্বেও তাকে টিসিবির পণ্য না দিয়ে তাকে সকলের সম্মুখে অশ্লীল ভাষায় গালাগালি ও লাঞ্ছিত করেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ঝণ্টু।

এ বিষয়ে সেলিনা খাতুন বলেন, ‘প্রথমে আমার স্বামী কার্ড নিয়ে টিসিবির পণ্য আনতে গেলে তাকে পণ্য না দিয়ে গালাগালি করে বের করে দেয়। পরে আমি নিজে সশরীরে ইউনিয়ন পরিষদে যেয়ে টিসিবির পণ্য নিতে গেলে আমাকে দেখে উত্তেজিত হয়ে খুবই বাজে ভাষায় অনেক মানুষের সামনে মানহানিকর কথা বলে এবং আমাকে পণ্য দিবে না বলে হেও প্রতিপন্ন করে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দেয়। তাই আমি এর বিচারের দাবিতে ইউএনও স্যারের বরাবর লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে ইউপি সদস্য আহসান হাবিব ঝণ্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি এসময় ছিলাম না, চৌকিদারদের ওপর দায়িত্ব দিয়েছিলাম। তারা কার্ডে ও বিনা কার্ডে পণ্য দিয়ে পণ্য শট করে ফেলে। পরে সেলিনা খাতুন নামের একজন কার্ড নিয়ে আসে। পণ্য না থাকায় তাকে চলে যেতে বলি। কিন্তু সে পণ্য না নিয়ে যাবে না। সম্পর্কে সে আমার চাচী হয়, তাই আমি তাকে বেলাইনে নয়, লাইন মতোই কয়েকটা গালাগালি করেছিলাম।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম বলেন, ‘সেলিনা নামের একজন নারী ইউপি সদস্য আহসান হাবিব ঝণ্টুর বিরুদ্ধে আমার অফিসে এসে লাঞ্ছিতের অভিযোগে একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’