ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদায় ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় আব্দুল মালেক (২৬) নামের এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকার বন্ড ইটভাটায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত আব্দুল মালেক একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাঝেরপাড়ার মতে আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে কাজ শেষে হাত-মুখ ধুতে ইটভাটার পানির পাম্পে যান আব্দুল মালেক। এসময় টিটু নামের এক শ্রমিক দেখেন আব্দুল মালেক মাটিতে পড়ে ছটফড় করছেন আব্দুল মালেক। এসময় তাঁর চিৎকারে অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আব্দুল মালেককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর থেকে শ্রমিক টিটু কৌশলে সটকে পড়েন। গুঞ্জন ওঠে হাত-মুখ ধুতে ইটভাটার পানির পাম্পে গেলে বিদ্যুতায়িত হন আব্দুল মালেক। তবে এলাকায় তাঁর মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন উঠেছে। কেউ কেউ বলছেন, এটা হত্যা হতে পারে। পুলিশ বলছে, আব্দুল মালেকের মৃত্যুর ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
নিহত আব্দুল মালেকের পরিবারের সদস্যরা বলেন, তাঁর মৃত্যুর বিষয়টি এখনো অস্পষ্ট। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আব্দুল মালেকের সঙ্গে কারোর কোনো বিবাদ ছিল না। তবে কী কারণে এ ঘটনা ঘটে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যেমে জানতে চাই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান আব্দুল মালেক। তাঁর মৃত্যুটি রহস্যজনক হওয়ায় পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘শুক্রবার সন্ধ্যার আগে একটি ইটভাটায় এক শ্রমিক মারা গেছেন। এটা বিদ্যুৎস্পৃষ্ট, হৃদরোগ নাকি অন্য কিছু, এটা আমরা খতিয়ে দেখছি। নিহত মালেকের শরীরে কোনো চিহ্ন ছিল না। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। আজ শনিবার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আব্দুল মালেকের মৃত্যুর কারণ জানা যাবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদায় ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপলোড টাইম : ১০:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় আব্দুল মালেক (২৬) নামের এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার আগে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকার বন্ড ইটভাটায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত আব্দুল মালেক একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাঝেরপাড়ার মতে আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে কাজ শেষে হাত-মুখ ধুতে ইটভাটার পানির পাম্পে যান আব্দুল মালেক। এসময় টিটু নামের এক শ্রমিক দেখেন আব্দুল মালেক মাটিতে পড়ে ছটফড় করছেন আব্দুল মালেক। এসময় তাঁর চিৎকারে অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আব্দুল মালেককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর থেকে শ্রমিক টিটু কৌশলে সটকে পড়েন। গুঞ্জন ওঠে হাত-মুখ ধুতে ইটভাটার পানির পাম্পে গেলে বিদ্যুতায়িত হন আব্দুল মালেক। তবে এলাকায় তাঁর মৃত্যুর খবর নিয়ে গুঞ্জন উঠেছে। কেউ কেউ বলছেন, এটা হত্যা হতে পারে। পুলিশ বলছে, আব্দুল মালেকের মৃত্যুর ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
নিহত আব্দুল মালেকের পরিবারের সদস্যরা বলেন, তাঁর মৃত্যুর বিষয়টি এখনো অস্পষ্ট। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আব্দুল মালেকের সঙ্গে কারোর কোনো বিবাদ ছিল না। তবে কী কারণে এ ঘটনা ঘটে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যেমে জানতে চাই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান আব্দুল মালেক। তাঁর মৃত্যুটি রহস্যজনক হওয়ায় পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘শুক্রবার সন্ধ্যার আগে একটি ইটভাটায় এক শ্রমিক মারা গেছেন। এটা বিদ্যুৎস্পৃষ্ট, হৃদরোগ নাকি অন্য কিছু, এটা আমরা খতিয়ে দেখছি। নিহত মালেকের শরীরে কোনো চিহ্ন ছিল না। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। আজ শনিবার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আব্দুল মালেকের মৃত্যুর কারণ জানা যাবে।’