ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদার বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক : কাউকে না খেয়ে থাকতে দেব না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
  • / ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘চিন্তা করবেন না। সাহস রাখুন। নিশ্চয় ভালো কিছু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আছি। প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। তিনি সবার পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি যতক্ষণ আছি, আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমাকে জানান। আমি প্রাণপণে চেষ্ট করে যাচ্ছি আপনাদের পাশে থাকার। যেকোনো মূল্যে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। কাউকে না খেয়ে থাকতে দেবো না। আর মাত্র কয়েকদিন, আপনারা ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চলুন। আপনাদের সহযোগিতায় এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারণে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের পাশে আছি। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখব। চুয়াডাঙ্গা-২ আসনের কেউ না খেয়ে থাকবে না।’
দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। গোটা রমজান মাসেই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার (৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগর-দামুড়হুদা সড়কে ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন। এ সময় শুধুমাত্র জীবননগর-দামুড়হুদা সড়কের চলতি পথচারী, ভ্যানচালক, রিকসা চালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে ৪৫০ প্যাকেট খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন তিনি। বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে নজরুল মল্লিক আরও বলেন, ‘আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আপনারা আমাকে বলবেন। আমি থাকতে আপনাদের না খেয়ে থাকা লাগবে না।’

এউপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা হাবিবুর মল্লিক, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আব্দুল করিম, আওয়ামী লীগের নেতা লিটন, দামুড়ুহদা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন, পারকৃষ্ণপুর যুবলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ, যুবলীগের নেতা সাহেব মল্লিক, মকলেচুর রহমান তজু, খাঁজা, রিপন, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আক্তার, ছাত্রলীগের নেতা রিয়াজ, মেহেদী হাসান লিখন, বাঁকা ইউনিয়ন যুবলীগের নেতা ইনামুল হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদার বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক : কাউকে না খেয়ে থাকতে দেব না

আপলোড টাইম : ১০:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক:
‘চিন্তা করবেন না। সাহস রাখুন। নিশ্চয় ভালো কিছু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আছি। প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। তিনি সবার পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি যতক্ষণ আছি, আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমাকে জানান। আমি প্রাণপণে চেষ্ট করে যাচ্ছি আপনাদের পাশে থাকার। যেকোনো মূল্যে, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। কাউকে না খেয়ে থাকতে দেবো না। আর মাত্র কয়েকদিন, আপনারা ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে চলুন। আপনাদের সহযোগিতায় এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারণে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের পাশে আছি। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখব। চুয়াডাঙ্গা-২ আসনের কেউ না খেয়ে থাকবে না।’
দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। গোটা রমজান মাসেই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার (৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগর-দামুড়হুদা সড়কে ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন। এ সময় শুধুমাত্র জীবননগর-দামুড়হুদা সড়কের চলতি পথচারী, ভ্যানচালক, রিকসা চালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে ৪৫০ প্যাকেট খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন তিনি। বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে নজরুল মল্লিক আরও বলেন, ‘আপনারা নিজেদের অসহায় ভাববেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আপনারা আমাকে বলবেন। আমি থাকতে আপনাদের না খেয়ে থাকা লাগবে না।’

এউপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা হাবিবুর মল্লিক, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু তালেব, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ আব্দুল করিম, আওয়ামী লীগের নেতা লিটন, দামুড়ুহদা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন, পারকৃষ্ণপুর যুবলীগের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ, যুবলীগের নেতা সাহেব মল্লিক, মকলেচুর রহমান তজু, খাঁজা, রিপন, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আক্তার, ছাত্রলীগের নেতা রিয়াজ, মেহেদী হাসান লিখন, বাঁকা ইউনিয়ন যুবলীগের নেতা ইনামুল হোসেন প্রমুখ।