ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদার বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
  • / ১৮০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমান আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহাম্মেদ। সোমবার (২৭ এপ্রিল) বিভিন্ন সময় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দর্শনা সবজি বাজার, রেলবাজার, পুরাতন বাজার এবং মুদিখানার দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। অভিযানে কাঁচাবাজারে সবজি, আদা, বেগুন, পেঁয়াজ-রসুন ইত্যাদির মূল্য যাচাই করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না রাখায় চারজন সবজি বিক্রেতাকে সতর্কতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রত্যেক ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে প্রতিটি পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরবর্তীতে রেলবাজারে মেসার্স সাগর গ্যাস হাউসে অভিযান চালিয়ে তাঁদের ৪০টি গ্যাস সিলিন্ডারের লাইসেন্সের বিপরীতে মজুদ রয়েছে প্রায় ২ শ সিলিন্ডার। গ্যাসের অবৈধ মজুদ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ২০০৯-এর ৩৮ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পুরাতন বাজারে মেসার্স মমিন ফল ভাণ্ডার ও মেসার্স সিরাজ ফল ভাণ্ডারকে পূর্বে সতর্ক করার পরও ফলের মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় করার অপরাধে উভয়কেই ২০০৯ সালের ৩৭/৩৮ ধারায় ৩ হাজার টাকা করে জরিমানা করেন। একই দিনে দামুড়হুদা বাজারে দুই ব্যবসায়ী মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় প্রত্যেককে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করেন। দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। এ সময় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদার বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন সবজি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমান আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহাম্মেদ। সোমবার (২৭ এপ্রিল) বিভিন্ন সময় এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দর্শনা সবজি বাজার, রেলবাজার, পুরাতন বাজার এবং মুদিখানার দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। অভিযানে কাঁচাবাজারে সবজি, আদা, বেগুন, পেঁয়াজ-রসুন ইত্যাদির মূল্য যাচাই করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না রাখায় চারজন সবজি বিক্রেতাকে সতর্কতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রত্যেক ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে প্রতিটি পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরবর্তীতে রেলবাজারে মেসার্স সাগর গ্যাস হাউসে অভিযান চালিয়ে তাঁদের ৪০টি গ্যাস সিলিন্ডারের লাইসেন্সের বিপরীতে মজুদ রয়েছে প্রায় ২ শ সিলিন্ডার। গ্যাসের অবৈধ মজুদ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ২০০৯-এর ৩৮ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পুরাতন বাজারে মেসার্স মমিন ফল ভাণ্ডার ও মেসার্স সিরাজ ফল ভাণ্ডারকে পূর্বে সতর্ক করার পরও ফলের মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় করার অপরাধে উভয়কেই ২০০৯ সালের ৩৭/৩৮ ধারায় ৩ হাজার টাকা করে জরিমানা করেন। একই দিনে দামুড়হুদা বাজারে দুই ব্যবসায়ী মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় প্রত্যেককে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করেন। দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। এ সময় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।