ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দামুড়হুদার নতুন হাউলিতে স্কুলছাত্রীর অনশন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • / ২০২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১০ম শ্রেণির এক ছাত্রী অনশন করছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সে বিয়ের দাবিতে প্রেমিক সুজনের বাড়িতে অনশন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা নতুন হাউলি গ্রামের আলমের ছেলে সুজন আলীর (১৭) সঙ্গে একই গ্রামের রুহুলের স্কুলপড়–য়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে রুহুলের স্কুলপড়–য়া মেয়ে কালীগঞ্জ নানার বাড়ি থেকে এসে সরাসরি একই গ্রামের আলমের ছেলে সুজন আলীর (১৭) বাড়িতে এসে বিয়ের দাবি তুলে অনশন করছে। ইতিমধ্যে প্রেমিক সুজন গা ঢাকা দিয়েছে।
প্রেমিক সুজনের বাবা আলম বলেন, ‘আমার ছেলে কাজের সুবাদে সিলেটে আছে। সে বাড়ি ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়ে আমাদের বাড়িতে আছে, সে থাকতে চাইলে থাকবে।’
ওই স্কুলছাত্রী (১৬) জানায়, ‘সুজন আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। কিন্তু বর্তমানে বিয়ে করতে গড়িমসি করায় আমি তাঁর বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিই।’
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর কবির বলেন, বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দামুড়হুদার নতুন হাউলিতে স্কুলছাত্রীর অনশন

আপলোড টাইম : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১০ম শ্রেণির এক ছাত্রী অনশন করছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সে বিয়ের দাবিতে প্রেমিক সুজনের বাড়িতে অনশন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা নতুন হাউলি গ্রামের আলমের ছেলে সুজন আলীর (১৭) সঙ্গে একই গ্রামের রুহুলের স্কুলপড়–য়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে রুহুলের স্কুলপড়–য়া মেয়ে কালীগঞ্জ নানার বাড়ি থেকে এসে সরাসরি একই গ্রামের আলমের ছেলে সুজন আলীর (১৭) বাড়িতে এসে বিয়ের দাবি তুলে অনশন করছে। ইতিমধ্যে প্রেমিক সুজন গা ঢাকা দিয়েছে।
প্রেমিক সুজনের বাবা আলম বলেন, ‘আমার ছেলে কাজের সুবাদে সিলেটে আছে। সে বাড়ি ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়ে আমাদের বাড়িতে আছে, সে থাকতে চাইলে থাকবে।’
ওই স্কুলছাত্রী (১৬) জানায়, ‘সুজন আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। কিন্তু বর্তমানে বিয়ে করতে গড়িমসি করায় আমি তাঁর বাড়িতে অনশনের সিদ্ধান্ত নিই।’
এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর কবির বলেন, বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।