ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দাবি না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

চুয়াডাঙ্গা:

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

শিক্ষকদের দাবির মধ্যে আছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ; পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি বেতন কাঠামো অনুযায়ী বাসাভাড়া ও চিকিৎসাভাতা প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তকরণ; শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন; করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা; শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা; শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনসহ জেলার বিভিন্ন বেসরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।

সভায় বক্তারা বলেন, দেশের ৯৪ শতাংশ শিক্ষার্থীই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপাড়া করে। এ অবস্থায় শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরণের সমস্যা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নানা অনিয়মের সঙ্গে জড়িত। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে এসব সমস্যা থাকবে না।

তাঁরা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হয়নি, এটা শিক্ষক সম্প্রদায়ের সাথে অন্যায়, অনতিবিলম্বে আসন্ন ঈদের পূর্বেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাড়ি ভাড়া না বাড়ালে ভবিষ্যতে রাজপথে কঠিন আন্দোলনের হুশিয়াররিও দেন বক্তারা।

মেহেরপুর:

মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করা, আসন্ন ঈদের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং সরকারি অনুরূপ বাড়ি-ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা করাসহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালের দিকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, প্রধান সমন্বয়কারী শাহজাহান আলম সাজু, তাহাজ উদ্দিন, আলীফ হোসেন, আনারুল ইসলাম, শাশ্বত স্বপন চক্রবর্ত্তী প্রমুখ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসনের ড. মুহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রধান শিক্ষক তাজাজ উদ্দীন, আবুল কাশেম, শাশ্বত নিপুন চক্রবর্তী, ইসরাইল হোসেন, মিজানুর রহমান, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দাবি না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারি

আপলোড টাইম : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

চুয়াডাঙ্গা:

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

শিক্ষকদের দাবির মধ্যে আছে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ; পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি বেতন কাঠামো অনুযায়ী বাসাভাড়া ও চিকিৎসাভাতা প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তকরণ; শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন; করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনা; শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা; শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনসহ জেলার বিভিন্ন বেসরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।

সভায় বক্তারা বলেন, দেশের ৯৪ শতাংশ শিক্ষার্থীই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপাড়া করে। এ অবস্থায় শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরণের সমস্যা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নানা অনিয়মের সঙ্গে জড়িত। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে এসব সমস্যা থাকবে না।

তাঁরা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হয়নি, এটা শিক্ষক সম্প্রদায়ের সাথে অন্যায়, অনতিবিলম্বে আসন্ন ঈদের পূর্বেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও বাড়ি ভাড়া না বাড়ালে ভবিষ্যতে রাজপথে কঠিন আন্দোলনের হুশিয়াররিও দেন বক্তারা।

মেহেরপুর:

মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করা, আসন্ন ঈদের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান এবং সরকারি অনুরূপ বাড়ি-ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্থা করাসহ মোট ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালের দিকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের নেতৃত্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, প্রধান সমন্বয়কারী শাহজাহান আলম সাজু, তাহাজ উদ্দিন, আলীফ হোসেন, আনারুল ইসলাম, শাশ্বত স্বপন চক্রবর্ত্তী প্রমুখ।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসনের ড. মুহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রধান শিক্ষক তাজাজ উদ্দীন, আবুল কাশেম, শাশ্বত নিপুন চক্রবর্তী, ইসরাইল হোসেন, মিজানুর রহমান, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।