ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • / ২৯৫ বার পড়া হয়েছে

উথলী ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার উথলী আখ সেন্টার মাঠে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জীবননগরের বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। সম্মেলনের উদ্বোধক ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা এবং প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনাদের কাছে আমার একটিই বার্তা, সেটি হলো দলকে সুসংগঠিত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই বলেছেন, এই এলাকা জামায়াত-বিএনপির ঘাঁটি, সে ঘাঁটিকে চূর্ণ-বিচূর্ণ করতে হবে। তবে কোনো হানাহানির মাধ্যমে নয়, সেটা করতে হবে মেধা দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে জনগণের কাছে তুলে ধরতে হবে, তা না হলে এ সরকারের সব অবদান ম্লান হয়ে যাবে। জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা যদি কোনো প্রকার উসকানিমূলক কথা ও গুজব ছড়ায়, তবে তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীদের সেটা প্রতিহত করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, ‘বিপদে ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীরা কমিটিতে স্থান পাবে। বিপদে যারা দলের পাশে ছিল না, সেসব কর্মীদের কমিটিতে ঠাঁই নেই। আওয়ামী লীগ হলো জনবান্ধব দল। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে, তাই বাংলাদেশের মানুষ বারবার আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে সরকার বানিয়েছে। সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আওয়ামী লীগের ওপর আস্থাশীল। বিএনপি হলো দুর্নীতিবাজ, হামলাবাজ, চাঁদাবাজ ও ডাকাতের দল। তাঁর প্রমাণ বিএনপির চেয়ারপারসন এখন দুর্নীতির মামলায় কারাগারে। ছেলে দলের ভাইস চেয়ারম্যান, সাজাপ্রাপ্তা হয়ে দেশ ছেড়ে পলাতক। বিএনপি এখন যে জনবিচ্ছিন্ন, তা তাদের বিভিন্ন কর্মসূচিতে ফুটে ওঠে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন, সবাই রাস্তায় নেমে আসুন। কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ-উদ-জাম্মান লিটু।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান সুরোদ্দীন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
বক্তব্য দেন উথলী ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরফরাজ, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিয়ন ও উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর সালাম ঈশা এবং অ্যাড. শামসুল আরিফিন ভুট্টু।
আলোচনা সভা শেষে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মতিক্রমে বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে সভাপতি ও মোবারক সোহেল আহম্মেদ প্রদীপকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

আপলোড টাইম : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

উথলী ইউনিয়ন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার উথলী আখ সেন্টার মাঠে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জীবননগরের বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর। সম্মেলনের উদ্বোধক ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা এবং প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনাদের কাছে আমার একটিই বার্তা, সেটি হলো দলকে সুসংগঠিত করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই বলেছেন, এই এলাকা জামায়াত-বিএনপির ঘাঁটি, সে ঘাঁটিকে চূর্ণ-বিচূর্ণ করতে হবে। তবে কোনো হানাহানির মাধ্যমে নয়, সেটা করতে হবে মেধা দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে জনগণের কাছে তুলে ধরতে হবে, তা না হলে এ সরকারের সব অবদান ম্লান হয়ে যাবে। জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা যদি কোনো প্রকার উসকানিমূলক কথা ও গুজব ছড়ায়, তবে তাৎক্ষণিক আমাদের নেতা-কর্মীদের সেটা প্রতিহত করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, ‘বিপদে ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীরা কমিটিতে স্থান পাবে। বিপদে যারা দলের পাশে ছিল না, সেসব কর্মীদের কমিটিতে ঠাঁই নেই। আওয়ামী লীগ হলো জনবান্ধব দল। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করে, তাই বাংলাদেশের মানুষ বারবার আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে সরকার বানিয়েছে। সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এখন আওয়ামী লীগের ওপর আস্থাশীল। বিএনপি হলো দুর্নীতিবাজ, হামলাবাজ, চাঁদাবাজ ও ডাকাতের দল। তাঁর প্রমাণ বিএনপির চেয়ারপারসন এখন দুর্নীতির মামলায় কারাগারে। ছেলে দলের ভাইস চেয়ারম্যান, সাজাপ্রাপ্তা হয়ে দেশ ছেড়ে পলাতক। বিএনপি এখন যে জনবিচ্ছিন্ন, তা তাদের বিভিন্ন কর্মসূচিতে ফুটে ওঠে। খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে বলেছিলেন, সবাই রাস্তায় নেমে আসুন। কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ-উদ-জাম্মান লিটু।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান সুরোদ্দীন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।
বক্তব্য দেন উথলী ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরফরাজ, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিয়ন ও উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর সালাম ঈশা এবং অ্যাড. শামসুল আরিফিন ভুট্টু।
আলোচনা সভা শেষে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মতিক্রমে বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে সভাপতি ও মোবারক সোহেল আহম্মেদ প্রদীপকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।